প্রতিবেদন : আমেরিকার হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর আরও আগ্রাসী হয়ে উঠেছে চিন। তাইওয়ান প্রণালীতে যুদ্ধের মহড়া চলাকালীন চিনের ছোঁড়া ক্ষেপণাস্ত্র তাইওয়ানের উপর দিয়ে উড়ে এসে পড়েছিল জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছে। চিনের এই উগ্র আগ্রাসন ঠেকাতে সীমান্তে দূরপাল্লার ক্রুজ মিসাইল মোতায়েনের পরিকল্পনা করছে জাপান সরকার (China- Japan)। সম্প্রতি সে দেশের একটি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে। জাপান প্রায় এক হাজার দূরপাল্লার মিসাইল মোতায়েনের ব্যাপারে পরিকল্পনা করছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: বয়কট কালচার: সংস্কৃতি-সন্ত্রাসের নয়া হাতিয়ার
বর্তমানে সীমান্ত এলাকায় জাপানের যে-সমস্ত মিসাইল রয়েছে, তার অধিকাংশের পাল্লা ১০০ কিলোমিটার। সেই পাল্লা বাড়িয়ে ১০০০ কিলোমিটার করার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তর কোরিয়ার পাশাপাশি চিনের উপকূলও ওই জাপানি মিসাইলের আওতায় চলে আসবে। সেদেশের সংবাদমাধ্যম জানিয়েছে, তাইওয়ানের কাছাকাছি জাপানের (China- Japan) যে সমস্ত ছোট দ্বীপ আছে, সেখানেও দূরপাল্লার মিসাইল মোতায়েন করতে পারে জাপান। চিনের সঙ্গে শক্তির তফাত কমাতে এবং উত্তর কোরিয়ার হুমকির কথা মাথায় রেখে এই পাল্টা পরিকল্পনা টোকিওর। তবে জাপান সরকার এখনও সরকারিভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। শক্তিশালী মিসাইল মোতায়েন করার জন্য জাপান তাদের যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমানেরও আধুনিকীকরণ করতে চলেছে বলে খবর।