দূষণ রুখতে আজ বৈঠক

Must read

প্রতিবেদন : আসন্ন উৎসবের মরশুমের প্রেক্ষিতে বায়ুদূষণের মোকাবিলায় আগাম ব্যবস্থা নিতে রাজ্যের পরিবেশ দফতর বৈঠকে বসছে। মঙ্গলবার পরিবেশ ভবনে বিভাগীয় মন্ত্রী মানস ভুঁইয়া (Pollution- Manas Bhunia) দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক ও কলকাতা পুরসভার কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে পুজো, দীপাবলি, ছটপুজোর মতো আসন্ন বিভিন্ন উৎসবে দূষণ মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।

আরও পড়ুন: ভদ্রেশ্বরে বন্ধ দোকানে বিস্ফোরণ নিয়ে ধন্দ

পরিবেশ দফতর সূত্রে খবর, বায়ুদূষণের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। এক্ষেত্রে দিল্লির পরেই স্থান তিলোত্তমার। এক আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট এই তথ্য তুলে ধরেছে৷ পুজো, দীপাবলির মতো উৎসবে দূষণের হার বাড়ে। তাই তা প্রতিরোধ করতে আগাম পদক্ষেপ নিতে চায় রাজ্য সরকার। সেই কারণে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট বলছে, বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা অর্থাৎ পিএম ২.৫-এর উপস্থিতির সংখ্যা বেড়েছে কলকাতায়। যার ফলে শহরের বাসিন্দাদের স্বাস্থ্যের হাল অনেকটাই খারাপ হয়েছে বলে রিপোর্টে উঠে এসেছে। বিশেষ করে ডিজেলচালিত গাড়ির দূষণ ও নির্মাণকাজের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বের সবথেকে দূষিত (Pollution- Manas Bhunia) শহরগুলির তালিকায় দু’নম্বরে কলকাতা। হেলথ এফেক্ট ইনস্টিটিউটের স্টেট অব গ্লোবাল এয়ার-এর একটি রিপোর্টে এমনই তথ্য জানানো হয়েছে। গড় বার্ষিক দূষণের পরিপ্রেক্ষিতে দিল্লি ও কলকাতা এখন বিশ্বের সব থেকে দূষিত শহর। ভারতের আরও একটি শহর অবশ্য বিশ্বের সব থেকে দূষিত ২০টি শহরের তালিকায় রয়েছে। দূষিত শহরগুলির তালিকায় ১৪ নম্বরে রয়েছে মুম্বই। ভারতের তিনটি শহর দূষণের বিচারে এই তালিকায় জায়গা পেয়েছে। আর যে কোনও শহরের পক্ষে সেটা মোটেও ভাল বিজ্ঞাপন নয় ।

Latest article