সংবাদদাতা, কাটোয়া : রাস্তাঘাটে ঘুরে বেড়ানো পশু, উড়ে বেড়ানো পাখিদের মারা দূরঅস্ত, তাদের এতটুকু ক্ষতি করা যাবে না। এই সতর্কবার্তা জনমানসে ছড়ানোর কাজ করছে জেলা প্রাণী ও প্রকৃতিপ্রেমী সংস্থা। এমনকী রাস্তাঘাটে মৃত পশুপাখির নিয়মমাফিক সৎকারও যে জরুরি, সে ব্যাপারে জেলা ঘুরে সচেতন করার পাশাপাশি প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে বছরভর কর্মসূচি পালন করে এই সংস্থা।
আরও পড়ুন-শৃঙ্খলারক্ষা নির্দেশিকা পুরুলিয়া তৃণমূলে
এ ব্যাপারে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে একটি বৈঠক হয় সংস্থার জেলা কার্যালয় নাদনঘাটের চকরাহাতপুরে। ছিলেন সংস্থার উপদেষ্টা তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, ‘গাছ মাস্টার’ হিসেবে খ্যাত অরূপ চৌধুরি প্রমুখ। তিনি বলেন, ‘‘পরিবেশের ভারসাম্য রক্ষায় পশুপ্রাণী ও প্রকৃতিকে রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ।’’