সংবাদদাতা, বারাকপুর : কোভিড পরিস্থিতির জেরে আর্থিকভাবে পিছিয়ে ছিলেন তাঁরা। এরপর করোনা অতিমারি কাটিয়ে একটু স্বাভাবিক জীবনে ফিরে আসতেই রেলের তরফ থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। মঙ্গলবার দক্ষিণেশ্বর রেল বস্তিতে জোর করে সাড়ে তিনশো পরিবারকে উচ্ছেদ করতে বাধার মুখে পড়ল রেল পুলিশ ও আধিকারিকরা। ঘটনাস্থলে যায় রেল পুলিশের বিশালবাহিনী। রেল অধিকারিকরা জেসিবি নিয়ে উচ্ছেদের চেষ্টা করলে স্থানীয় মানুষেরা বাধা দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। থমকে যায় যানবাহন।
আরও পড়ুন-২৫ ও ২৬শে প্রতিবাদে রাস্তায় নামছে মহিলা তৃণমূল কংগ্রেস
রেল পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে হাতে লাঠি নিয়ে হাজির হয়। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের পুনর্বাসন দিলেই তাঁরা জায়গা ছেড়ে দেবেন। কয়েক দশক ধরে তাঁদের পরিবার এখানে বসবাস করছে। হঠাৎ করে এভাবে উচ্ছেদ হলে তাঁরা কোথায় যাবেন? মনে রাখতে হবে গত দু’বছর করোনা কালে তাঁদের আর্থিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। এই মুহূর্তে তাঁদের উচ্ছেদ করলে সন্তানদের নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। সেক্ষেত্রে তাঁদের আত্মহত্যা করা ছাড়া কোনও উপায় থাকবে না। স্থানীয় বিধায়ক মদন মিত্র বলেন, রেল পুনর্বাসন না দিলে এই পরিস্থিতিতে মানুষগুলো কোথায় যাবে। মুখ্যমন্ত্রী কোনও উন্নয়নমূলক কাজ করলে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। সেখানে রেলেরও পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। নচেৎ আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।