মহম্মদ আলি পার্কে শর্তসাপেক্ষে অনুমতি

মঙ্গলবার মহম্মদ আলি পার্কের পুজোয় শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা পুরসভা। ফলে এই পুজো নিয়ে অনিশ্চয়তা অবশেষে কাটল।

Must read

প্রতিবেদন : মঙ্গলবার মহম্মদ আলি পার্কের পুজোয় শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা পুরসভা। ফলে এই পুজো নিয়ে অনিশ্চয়তা অবশেষে কাটল। পার্কের জলাধারের ওপর কোনও কাঠামো নয়, সেই সঙ্গে মানতে হবে আরও কিছু শর্ত। এই শর্ত মেনেই পার্কে করতে হবে পুজো। মঙ্গলবার সকালে পার্ক পরিদর্শন করে এমনই জানিয়ে দিলেন পুরসভার কর্তারা। বিপজ্জনক অবস্থায় থাকা ভূগর্ভস্থ জলাধারের পরিবর্তে পার্কের ফাঁকা অংশে মণ্ডপ তৈরির প্রস্তাব দিল কলকাতা পুরসভার জল সরবরাহ দফতর।

আরও পড়ুন-রেলের উচ্ছেদ রুখল বাসিন্দারা

মঙ্গলবার জল সরবরাহ দফতরের ডিজি মৈনাক মুখোপাধ্যায়, বরো চেয়ারপার্সন রেহেনা খাতুন ও পুজো কমিটির কর্তারা যৌথভাবে মহম্মদ আলি পার্ক পরিদর্শন করেন। পরিদর্শনের পর পুরসভার তরফে পুজো কমিটিকে এই প্রস্তাব দেওয়া হয়। কমিটির সদস্যরা প্রাথমিক ভাবে পুরসভার প্রস্তার মেনে নিয়েছেন বলেই জানা গিয়েছে। তাঁরা জানিয়েছেন, পুরসভার বিকল্প প্রস্তাব নিয়ে খুব শীঘ্রই তাঁরা আলোচনায় বসে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন। মহম্মদ আলি পার্কে রয়েছে পুরসভার শতাব্দীপ্রাচীন ভূগর্ভস্থ জলাধার। এই জলাধারের বর্তমান অবস্থা বেশ খারাপ। বিপজ্জনক অবস্থায় থাকা এই জলাধারের উপরই তৈরি হচ্ছিল পুজো প্যান্ডেল।

আরও পড়ুন-২৫ ও ২৬শে প্রতিবাদে রাস্তায় নামছে মহিলা তৃণমূল কংগ্রেস

বিষয়টি নজরে আসতেই প্যান্ডেল বাঁধার কাজ বন্ধ করার নির্দেশ দেয় পুরসভার জল সরবরাহ দফতর। পুজো কমিটিকে কাজ বন্ধের নোটিশ দেয় পুরসভা। ফলে এ বছরের পুজো হওয়া নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। জটিলতা কাটাতে সোমবার সংশ্লিষ্ট পুজো কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন পুরসভার জল সরবরাহ দফতরের ডিজি। তারপরই মঙ্গলবার যৌথ পরিদর্শন করে বিকল্প প্রস্তাব দিল পুরসভা।

Latest article