বৃহস্পতিবার সকালে কলকাতায় পৌঁছেই সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের (interrogation) মুখে পড়লেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টচার্য। এদিন বিমানবন্দরে নেমে প্রথমে তিনি যান বালিগঞ্জের বাড়িতে। সেখানে থেকে যান বাঁশদ্রোণীর ফ্ল্যাটে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। তিনি জানিয়েছেন, সিবিআইয়ের উপর তাঁর ভরসা রয়েছে। তাঁর আমলে কোনও দুর্নীতি হয়নি বলেই জানিয়েছেন সুবীরেশবাবু।
আরও পড়ুন-হলদিয়ায় পর্যটন ও বিনোদনের নতুন ঠিকানা
তবে কোনও কোনও ক্ষেত্রে নিয়মবর্হিভূত কাজ হয়েছে বলে অভিযোগ উঠেছে। সিবিআই তদন্ত করছে। আমি তদন্তে সব ধরনের সহযোগিতা করছি। প্রশ্ন করা হয়, দুর্নীতি কি হয়েছে? উত্তরে সুবীরেশবাবু জানান, গোটা বিষয়টি বিচারাধীন। এ ব্যাপারে সাংবাদিকদের প্রতি তাঁর পরামর্শ, সিবিআইকেই জিজ্ঞাসা করুন।