পঞ্চায়েত মন্ত্রীকে বাড়তি দায়িত্ব

গতকাল এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে এই মর্মে এক নির্দেশিকা জারি করেছেন

Must read

প্রতিবেদন : রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের দায়িত্ব বাড়ানো হল। এখন থেকে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের পাশাপাশি আরও সাতটি গুরুত্বপূর্ণ দফতরের মধ্যে তিনি সমন্বয়সাধনের কাজ করবেন। গতকাল এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে এই মর্মে এক নির্দেশিকা জারি করেছেন।

আরও পড়ুন-ফের জিজ্ঞাসাবাদ

সেই নির্দেশিকা অনুযায়ী খাদ্য, কৃষি, কৃষি বিপণন, প্রাণিসম্পদ উন্নয়ন, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন, মৎস্য দফতর এবং জলসম্পদ উন্নয়ন এই সাতটি দফতরের সমন্বয়ের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে৷ বরাবরই মুখ্যমন্ত্রীর আস্থাভাজন তিনি। মন্ত্রী বা বিধায়ক হওয়ার আগে থেকেই তিনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তাঁকে বিধায়ক করে, সাম্প্রতিক রদবদলে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-হলদিয়ায় পর্যটন ও বিনোদনের নতুন ঠিকানা

এবার মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য প্রদীপ মজুমদারের দায়িত্ব আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী। যদিও প্রত্যেকটি দফতরের সঙ্গে কমবেশি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের যোগ রয়েছে৷ কাজেই নতুন দায়িত্বে তাঁর অসুবিধা হবে না বলে জানিয়েছেন মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ তিনি আমাকে মন্ত্রী করেছেন। তিনি যখনই আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি আমার সাধ্যমতো পালনের চেষ্টা করেছি। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।”

Latest article