সংবাদদাতা, রামপুরহাট : আজ, শুক্রবার কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya)। বৃহস্পতিবার চতুর্দশী থেকেই ভক্ত সমাগম বাড়ে তারাপীঠে (Tarapith)। বৃহস্পতিবারের মতো শুক্রবারও সারা রাত খোলা থাকবে মন্দির। ভিড় সামলাতে মন্দির কমিটি থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষী। মন্দির চত্বর ঘেরা হয়েছে বাঁশের বেড়া দিয়ে। লাগানো হয়েছে সিসি টিভি। আলোয় সেজেছে মন্দির। বড় পর্দায় আরতি দেখার ব্যবস্থা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোড়ে মোড়ে পুলিশের ব্যারিকেড তো হয়েছেই, এবার উড়বে ড্রোন ক্যামেরা। মন্দির ছাড়াও তেমাথা এবং পুলিশ ফাঁড়ি এলাকায় চলবে ড্রোনের নজরদারি। ভিড় সামলাতে থাকছে ড্রপ গেট এবং ওয়াচ টাওয়ার। পর্যাপ্ত পুলিশ ছাড়াও থাকছে মহিলা পুলিশের উইনার্স টিম। দমকল ও আপৎকালীন বিপর্যয় মোকাবিলার দল প্রস্তুত থাকছে। হোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল গিরির দায়িত্বে থাকছে পুণ্যার্থী ডেস্ক। সেখান থেকে সহজেই জানা যাবে কোন হোটেলের কোন রুম ফাঁকা। এবার কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya) হবে সম্পূর্ণ প্লাস্টিক-বর্জিত। কোভিডবিধি-সহ প্রতারণা বিষয়ে সচেতন করতে থাকছে মাইকিং। ভুয়ো ওয়েবসাইটে অনলাইন পুজোর দাবি জানিয়ে প্রতারণার ফাঁদ সম্পর্কে মন্দির কমিটির পক্ষে সাবধান করা হয়েছে। নির্বিঘ্নে তিথিপালনের জন্য তৈরি জেলা পুলিশ, প্রশাসন, মন্দির কমিটি।
আরও পড়ুন: জেডিএ চেয়ারম্যানের দেহরক্ষী আত্মঘাতী