প্রতিবেদন : জেলে নিয়ে গেলে নিয়ে যান কিন্তু সম্মানহানি করবেন না। বিজেপির ট্রেনি সভাপতিকে খোলা চ্যালেঞ্জ দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বুঝিয়ে দিলেন, হুমকি দিয়ে, ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে, তাদের নেতা-নেত্রীদের দমিয়ে রাখা যাবে না। সুকান্ত মজুমদারের একটি মন্তব্যের জবাবে রীতিমতো আক্রমণাত্মক মেজাজে ফিরহাদ বললেন, জেলে যেতে ভয় পাই না। সুকান্তবাবু নিজে আসুন আপনার এজেন্সি নিয়ে। আপনি নিজে আমাকে ধরে নিয়ে যান জেলে। কিন্তু সম্মানহানি করবেন না। শুধু বলে দিন, কোন মামলায় ফাঁসাবেন আমাকে। আপনার দলে গেলেই সাধু আর না গেলে চোর? প্রশ্ন ফিরহাদের।
আরও পড়ুন-রাহুলকে বললেন শিশুসুলভ অযোগ্য, অপদার্থ, অপরিণত, কংগ্রেস ছেড়ে আজাদ গুলাম
বৃহস্পতিবার মুর্শিদাবাদে হুমকির সুরে ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্যটি করেছিলেন সুকান্ত মজুমদার। শুক্রবার তার পাল্টা জবাব দিলেন ফিরহাদ। সঙ্গে একহাত নিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকেও। তাঁর কথায়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করছেন আপনারা। ফিরহাদের প্রশ্ন, তৃণমূল কংগ্রেসে থাকলে সবাই চোর, আর গেরুয়া শিবিরে থাকলে সাধু? ওই দলের ওয়াশিং মেশিনে ঢুকলে কি সবাই সাধু হয়ে যায়? ফিরহাদের প্রশ্ন, সিবিআই-ইডি কি বিজেপি চালাচ্ছে। তাই যদি হয়, তাহলে কেসগুলো আগে বলে দিক। নারদ মামলা প্রসঙ্গে ফিরহাদ বলেন, এব্যাপারে যা বলার বিরোধী দলনেতা বলেছেন। তিনি নতুন কিছু বলবেন না।