সংবাদদাতা, জঙ্গিপুর : গুজরাতের বিলকিস বানু গণধর্ষণ-কাণ্ড ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার জঙ্গিপুরে পথে নামল মহিলা তৃণমূল। জেলা মহিলা তৃণমূলের সভাপতি হালিমা বিবির নেতৃত্বে মহামিছিলের শুরু হয় দলীয় অফিস থেকে, শেষ ফুলতলা মোড়ে। ছিলেন জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান, চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল-সহ দলের মহিলা নেতা-কর্মীরা। মিছিল থেকে বিলকিস গণধর্ষণ-কাণ্ডে দোষীদের ফের জেলে পাঠানোর দাবি ওঠে।
আরও পড়ুন-কৌশিকী অমাবস্যার নিশিপুজোয় ভক্তের ঢল
জেলা সভাপতি বলেন, ‘গুজরাত সরকার দোষীদের শাস্তি না দিয়ে ছেড়ে দিয়ে স্বাগত জানাল কী করে, বুঝলাম না৷ বিজেপি বলে তারা ব্রাক্ষণ, সংস্কারী মানুষ৷ শাস্তি না দিয়ে ১৫ অগাস্ট ওই ১০ ধর্ষণকারীকে উল্টে ক্লিনচিট দেওয়া হয়৷ এদের রাজত্বে ভারতবর্ষে নারীরা সুরক্ষিত নয়।’ তিনি আরও বলেন, ‘গরুপাচার-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে লাভ নেই। দলের মুখপাত্র কুণাল ঘোষ আগেই বলেছেন, গরুপাচার-কাণ্ডে বিএসএফের বড় ভূমিকা রয়েছে। অন্য রাজ্য থেকে গরুপাচার হওয়ার ক্ষেত্রে তারা এখনও পর্যন্ত কোনও ভূমিকা নিতে পারেনি। জিনিসপত্রের দাম কমছে না। যা আমাদের হাতে নেই। কিন্তু যতদিন না কমছে, প্রতিবাদ চালিয়ে যাওয়া আমাদের অধিকার। দাম না কমলে সে-ব্যর্থতা কেন্দ্রের। তখন আরও বড় আন্দোলন হবে। আমরা রাস্তায় আছি রাস্তাতেই থাকব।’