কৌশিকী অমাবস্যার নিশিপুজোয় ভক্তের ঢল

অন্যতম সেবায়েত প্রবোধ বন্দ্যোপাধ্যায় বলেন, শুক্রবার সারাদিন তারাপীঠে ছিল ভক্তদের ঢল। সন্ধেয় ভিড় বাড়ে। শনি ও রবিবার ভক্তদের ভিড় আরও বাড়বে

Must read

সংবাদদাতা, তারাপীঠ : শুক্রবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে ষোড়োশোপচারে শৃঙ্গারবেশে বেনারসি শাড়ি পরিয়ে পুজো হল মা তারার। এর পর দ্বিপ্রাহরিক ভোগে পোলাও, পাঁচরকম ভাজা, পঞ্চব্যঞ্জন, বলির মাংস, পরমান্ন, পাঁচ রকম মিষ্টি, দই, পান ও কারণবারি দেওয়া হয়। তারপর গোটা দিনভর ভক্তরা মায়ের পুজো দিলেন। সন্ধ্যায় শৃঙ্গার বেশে বেনারসি পরিয়ে শীতলা পুজো ও মঙ্গলারতির হয়। তখন লুচি, সুজি, পাঁচ রকম মিষ্টি দেওয়া হয়। তারপর রাত বারোটা পর্যন্ত চলবে নিশিপুজো। রাতে খিচুড়ি ভোগ, পঞ্চব্যঞ্জন, বলির মাংস, মাছ, দই, মিষ্টি দেওয়া হয়। ষোড়োশোপচারে নিশিপুজো চলবে ভোর তিনটে পর্যন্ত।

আরও পড়ুন-হারানো দিনের স্মরণীয় নায়িকা, তুখোড় শিল্পী সুলতা চৌধুরি

এরপর শনিবারের পুজো করার জন্য সেবায়েত পালাদারের হাতে মন্দিরের চাবি তুলে দেওয়া হবে। তিনি কিছুক্ষণ মাকে বিরাম দেওয়ার পর তাঁকে স্নান করিয়ে শৃঙ্গারবেশে ভোর চারটে নাগাদ মায়ের পুজো শুরু করবেন। যেহেতু শনিবার ১টা ২০ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকছে, বেলা পর্যন্ত চলবে মায়ের অমাবস্যার বিশেষ পুজো। অন্যতম সেবায়েত প্রবোধ বন্দ্যোপাধ্যায় বলেন, শুক্রবার সারাদিন তারাপীঠে ছিল ভক্তদের ঢল। সন্ধেয় ভিড় বাড়ে। শনি ও রবিবার ভক্তদের ভিড় আরও বাড়বে।

Latest article