সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ির পুরসভা এবার পিস হাভেন তৈরির সিন্ধান্ত নিল। এলাকার বহু ছেলেমেয়ে দেশবিদেশে কাজ করেন। বাবা-মা বা আত্মীয় বিয়োগ হলে তাঁদের আসা পর্যন্ত মৃতদেহ সংরক্ষণ করার জায়গা নেই। তাই ৫০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে এটি। জায়গা দেখা চলছে বলে জানান পুরপ্রধান পাপিয়া পাল।
আরও পড়ুন-ভূমিহীন বস্তিবাসীদের উচ্ছেদ নোটিশ রেলের
শুক্রবার ২৫ কাউন্সিলরের উপস্থিতিতে পুরসভার পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়। এ বছর প্রায় ৮০০ কোটি টাকার বাজেট হয়েছে। ৩২ হাজার বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রথম দফায় ২ হাজার বাড়িতে জল যাবে। একটি টাউন হল তৈরির চিন্তাভাবনা করছে পুরসভা। যেখানে বিয়ে, কনফারেন্স, সামজিক অনুষ্ঠান হতে পারে। দু’বছর করোনায় প্রচুর মিউটেশন বাকি থাকায় প্রত্যেক ওয়ার্ডে ক্যাম্প করে কাজ শেষ করতে চায় পুরসভা। নতুন শ্মশান, শহর সাজানোর কাজও হবে বলে জানান পাপিয়া দেবী।