লুসান : চোট সারিয়ে ট্র্যাকে ফিরেই চেনা ছন্দে নীরজ চোপড়া। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগে (Diamond League) সোনা জিতে ইতিহাস গড়েছেন নীরজ (Neeraj Chopra)। মাঝে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে রুপো পেলেও, কুঁচকিতে চোট পেয়েছিলেন। যার জন্য কমনওয়েলথ গেমসে খেলতে পারেননি। যদিও সেই হতাশা কাটিয়ে ফের উজ্জ্বল ভারতের সোনার ছেলে।
আরও পড়ুন: শহরে ডার্বির উত্তাপ, তিন বছর পর যুবভারতীতে বড় ম্যাচ
এদিকে, সুইজারল্যান্ডের লুসানে আয়োজিত টুর্নামেন্টে সোনা জয়ের সুবাদে আগামী বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিটও পাকা করে ফেলেছেন নীরজ (Diamond League- Neeraj Chopra)। এছাড়া আগামী মাসে জুরিখে বসবে ডায়মন্ড লিগের ফাইনাল। নীরজের লক্ষ্য সেখানেও আরও ভাল পারফরম্যান্স করা। তিনি বলছেন, ‘‘সোনা জিতে দারুণ লাগছে। নিজের পারফরম্যান্সে আমি খুশি। চোট সারিয়ে ট্র্যাকে ফিরেই ৮৯ মিটার ছুঁড়তে পেরেছি। এটা বাড়তি তৃপ্তি দিচ্ছে।’’ নীরজের বাড়তি সংযোজন, ‘‘চোটের জন্য কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করতে পারিনি। তবে এই সোনা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। সামনের মাসে জুরিখে ডায়মন্ড লিগ ফাইনাল। ওখানে আরও ভাল পারফরম্যান্স করতে চাই।’’ প্রসঙ্গত, নিজের প্রথম প্রয়াসেই ৮৯.০৮ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। যা তাঁর সোনা জয় কার্যত নিশ্চিত করে দেয়। দ্বিতীয় প্রয়াসে নীরজ জ্যাভলিন ছোঁড়েন ৮৫.১৮ মিটার। তৃতীয় প্রয়াস তিনি ছেড়ে দেন। নীরজের চতুর্থ প্রয়াস ফাউলের জন্য বাতিল হয়ে যায়। এরপর পঞ্চম প্রয়াসও তিনি ছেড়ে দেন। ষষ্ঠ প্রয়াসে ছোঁড়েন ৮০.০৪ মিটার। তবে ততক্ষণে তাঁর সোনা নিশ্চিত হয়ে গিয়েছিল।