দু’ঘণ্টার বৃষ্টি শহরে জল নামল দ্রুত

Must read

প্রতিবেদন : গত কয়েকদিনের টানা গরমের পর ভারী বৃষ্টি (Kolkata- Rainfall) শহরজুড়ে। শনিবার ঘণ্টা দেড়েকের বৃষ্টিতে জল থইথই শহরে। শনিবার দুপুর নাগাদ স্থানীয় বজ্রগর্ভ মেঘের জেরে মূলত উত্তর ও মধ্য কলকাতা জুড়েই চলে এই বৃষ্টির দাপট। হাওয়া অফিসের খবর, দুপুর ২টো থেকে ৩টের মধ্যে মাত্র এক ঘণ্টায় ৬৬ মিমি বৃষ্টি হয় উত্তর কলকাতায়। তুলনায় কম বৃষ্টি হয়েছে দক্ষিণে। বৃষ্টির (Kolkata- Rainfall) জেরে কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, ধর্মতলার আশপাশের কিছু এলাকা, বাইপাস সংলগ্ন কিছু জায়গা-সহ আরও বেশ কিছু এলাকায় জল দাঁড়িয়ে যায়। বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় কলকাতা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসেও। মেডিক্যাল কলেজের মধ্যে ট্রপিক্যাল মেডিসিনের ইনডোর জলমগ্ন হয়ে পড়ে। পাশাপাশি মেডিক্যালের সেন্ট্রাল ল্যাব, প্রশাসনিক ভবন লাগোয়া এলাকাও জলে ডুবে যায়। অক্সিজেন সিলিন্ডার স্টোরেও জল ঢুকে যায়। তবে সজাগ ছিল কলকাতা পুরসভা। বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যেই শহরের অধিকাংশ জায়গা থেকেই জল দ্রুত নেমে যায়।

আরও পড়ুন: শহরে ডার্বির উত্তাপ, তিন বছর পর যুবভারতীতে বড় ম্যাচ

Latest article