প্রতিবেদন : প্রথম দল হিসেবে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠল মহামেডান (Mohammedan) স্পোর্টিং। শনিবার কিশোরভারতী স্টেডিয়ামে ইন্ডিয়ান এয়ারফোর্স দলকে ২-০ গোলে হারাল মহামেডান। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে তারা।
আরও পড়ুন: শহরে ডার্বির উত্তাপ, তিন বছর পর যুবভারতীতে বড় ম্যাচ
টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক করল সাদা-কালো শিবির ) Mohammedan)। মরশুমের শুরুতে দুর্দান্ত ছন্দে রয়েছে ময়দানের অন্যতম প্রধান। ৩৩ মিনিটে এগিয়ে যায় মহামেডান। ফসলু রহমানের ক্রস থেকে হেডে গোল করেন সেনেগালের স্টপার ওসমানে। এর পর প্রথমার্ধেই একাধিক সহজ গোলের সুযোগ নষ্ট করে মহামেডান। ৪১ মিনিটে বিপক্ষ গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি ফসলু। আরও কিছু সহজ গোল মিস হয়। ৫৭ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করেন রাহুল পাসোয়ান। তবে সেই রাহুলই ৮৭ মিনিটে গোল করে মহামেডানের জয় নিশ্চিত করেন। এদিন সাদা-কালো জার্সিতে ভাল ফুটবল খেলেন আভাস থাপা। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। প্রথম ম্যাচে এফসি গোয়াকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আইএসএলের আর এক দল জামশেদপুর এফসি-কেও সহজে হারায় মহামেডান।