এটাই কি আত্মনির্ভর ভারত, প্রশ্ন চন্দ্রিমার

Must read

প্রতিবেদন : বিএসএফের জঘন্য কাজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Minister Chandrima Bhattacharya) জানালেন, আমরা বারবার বলে এসেছি যে, ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্বের মহিলাদের প্রতি কোনও সম্মান দেখানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৫ অগাস্ট, স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে অনেক বড় করে, ফলাও করে নারীশক্তির সম্মানের কথা বলেছেন। অথচ ঘটনাপ্রবাহ ঠিক তার উল্টো কথারই সাক্ষ্য দেয়। আমরা যে জঘন্য কাণ্ডটা দেখলাম, ২৪ পরগনা জেলার বাগদায়, একটি মেয়েকে গণধর্ষণ করা হল। দু’জন বিএসএফ জওয়ান অত্যাচার করল এবং তার পাঁচ বছরের বাচ্চাকে সামনে দাঁড় করিয়ে। এবং তাকে হুমকি দেওয়া হল, সে যদি এটা নিয়ে কথা বলে, তাহলে তার ফল ভাল হবে না। অর্থাৎ আমরা বলতে চাই, এই বিএসএফ জওয়ানরা স্বরাষ্ট্রমন্ত্রকের এক্তিয়ারে। অমিত শাহ কী করছেন? কী বলছেন? তাঁর মুখ থেকে তো কোনও শব্দ উচ্চারিত হতে দেখছি না এই বিষয়ে। এটাই বুঝি আত্মনির্ভর ভারতের পরিচয়? ধর্ষকরা ধর্ষণে নির্ভরতা পাচ্ছে। যারা অন্যায় করছে, অন্যায়ের প্রতি নির্ভরতা খুঁজে পাচ্ছে। যারা মহিলাদের প্রতি অসম্মান করছে, তারা সেই অসম্মান করার কাজে নির্ভরতা পাচ্ছে। এটাই আত্মনির্ভর ভারত? আমরা তীব্র নিন্দা করি।

Latest article