টোকিও : প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষ ডাবলসে পদক নিশ্চিত করে শুক্রবারই ইতিহাস গড়ে ফেলেছিল ভারতের সাত্ত্বিকসাইরাজ (Satwiksairaj Rankireddy) রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Chirag Shetty) জুটি। কিন্তু শনিবার সোনার স্বপ্নভঙ্গ হল তাঁদের। টোকিওতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পুরুষ ডাবলসে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল সাত্ত্বিক, চিরাগকে (Satwiksairaj Rankireddy- Chirag Shetty)। সেমিফাইনালে মালয়েশিয়ার অ্যারন চিয়া এবং সোহ উই ইক জুটির কাছে হেরে যায় সাত্ত্বিক-চিরাগ জুটি।
আরও পড়ুন: একমাস ব্যাট ছুঁইনি, মুখ খুললেন বিরাট
প্রায় দেড় ঘণ্টা ধরে চলে ফাইনালে ওঠার লড়াই। শুরুটা ভালই করেছিল বিশ্ব র্যা ঙ্কিংয়ে ৭ নম্বরে থাকা সাত্ত্বিক-চিরাগের ডাবলস জুটি। ২২-২০ ব্যবধানে প্রথম গেম জিতেও নেন তাঁরা। তবে দ্বিতীয় গেমেই দুর্দান্তভাবে প্রত্যাবর্তন ঘটায় মালয়েশিয়ান তারকা জুটি। ১৮-২১ ব্যবধানে হেরে যান সাত্ত্বিক-চিরাগরা। তৃতীয় গেমে শুরু থেকেই ভারতীয় জুটির উপর চাপ বজায় রেখে ম্যাচ জিতে নেয় মালয়েশিয়ান জুটি। ১৬-২১ ফলে তৃতীয় গেম হাতছাড়া করেন সাত্ত্বিক, চিরাগরা। ব্রোঞ্জ পেলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষ ডাবলসে প্রথম বার পদক জিতে ইতিহাসে নাম তুললেন সাত্ত্বিকরা। উল্লেখ্য, এর আগে ২০১১ সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলাদের ডাবলস জুটি অশ্বিনী পোনাপ্পা ও জ্বালা গুট্টা ব্রোঞ্জ পেয়েছিলেন।