রাহুল ঘনিষ্ঠদের কটাক্ষ কংগ্রেস সাংসদ মণীশের

Must read

নয়াদিল্লি : গুলাম নবি আজাদ কংগ্রেস ছাড়ার পর দলের ভিতরে থাকা বিক্ষুব্ধদের ‘জি ২৩’ গোষ্ঠীর নেতারা ফের গান্ধী পরিবারের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছেন। আজাদ দল ছাড়ার পর একই শিবিরের মণীশ তিওয়ারি (Manish Tiwari) গান্ধী পরিবারের ওপর ক্ষোভ প্রকাশ করে নিশানা করলেন সোনিয়া-পুত্রকে। কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধীর ঘনিষ্ঠদের কটাক্ষ করে এই কংগ্রেস সাংসদ বলেন, একটা ওয়ার্ড নির্বাচনে যাদের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা নেই, তেমন লোকেরা এমন জ্ঞান দেয় যেন পুরো দল তাদের কাঁধে ভর করে আছে! আজাদের পদত্যাগের বিষয়ে কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি (Manish Tiwari) বলেছেন, উত্তর ভারতের লোকেরা, যারা হিমালয়ের শীর্ষে বাস করে, তারা উৎসাহী ও আত্মবিশ্বাসী মানুষ। গত ১০০০ বছর ধরে তারা হানাদারদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছে। এসব লোকের ধৈর্যের পরীক্ষা নেওয়া উচিত নয়। দলীয় হাইকমান্ডকে কংগ্রেস সাংসদের খোঁচা, আজ দলে যা দেখা যাচ্ছে তাতে মনে হয় না যে এই সেই দল যে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল।

আরও পড়ুন: চেয়ার চলে যাবে! উপাচার্যকে হুমকি এবিভিপি নেতার

Latest article