করোনা টিকার মেধাস্বত্ব চুরির অভিযোগে ফাইজারের বিরুদ্ধে মামলা মডার্নার

Must read

প্রতিবেদন : করোনার টিকা নিয়ে এবার আইনি যুদ্ধে জড়িয়ে পড়ল বিশ্বের দুই নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার (Pfizer) ও মডার্না (Moderna)। করোনা টিকা তৈরির ক্ষেত্রে মেধাস্বত্ব চুরির অভিযোগে মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে মডার্না। জার্মানির ডুসেলডর্ফ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস আদালতে মামলা দায়ের করা হবে বলে খবর। যদিও এ বিষয়ে এখনও কোনও পাল্টা প্রতিক্রিয়া জানাননি ফাইজার ও বায়োএনটেকের শীর্ষ কর্তারা।

সংবাদ সংস্থা রয়টার্স-এর প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাসের টিকা তৈরিতে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করেছে ফাইজার ও তাদের জার্মান সহযোগী বায়োএনটেক। এই এমআরএনএ প্রযুক্তি কী? এমআরএনএ প্রযুক্তি স্পাইক প্রোটিনের মতো। এই স্পাইক প্রোটিন তৈরি করার পরে কোষগুলি আসল ভাইরাস চিনতে ও লড়াই করতে পারে।

আরও পড়ুন: রাহুল ঘনিষ্ঠদের কটাক্ষ কংগ্রেস সাংসদ মণীশের

মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা মডার্নার প্রধান কার্যনির্বাহী আধিকারিক স্টেফান ব্যানসেলের দাবি, গত কয়েক বছর ধরে কয়েক বিলিয়ন ডলার খরচ করে এমআরএনএ প্রযুক্তি উদ্ভাবন করেছেন তাঁদের সংস্থার গবেষক ও বিজ্ঞানীরা। অভিযুক্ত দুই সংস্থা ২০১০ ও ২০১৬ সালের মধ্যে তাঁদের পেটেন্ট করা বা স্বত্ব নেওয়া প্রযুক্তি ব্যবহার করেছে। অর্থাৎ ওই প্রযুক্তি চুরি করেছে ফাইজার ও তাদের জার্মান অংশীদার বায়োএনটেক। তাই ওই দুই সংস্থার (Pfizer- Moderna) বিরুদ্ধে করোনা টিকার মেধাস্বত্ব চুরির দায়ে মামলা দায়ের করে আমরা ক্ষতিপূরণ আদায় করতে চাই। যদিও কত টাকার ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে তা জানাননি ব্যানসেল।

Latest article