সংবাদদাতা, শিলিগুড়ি : অবস্থান বিক্ষোভের নামে আইন ভেঙে পুলিশের উপর হামলা। সরকারি সম্পত্তি নষ্ট। এই অভিযোগে দুই সিপিএম (CPM) নেতাকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ। এছাড়াও পুলিশের পক্ষ থেকে সুয়োমোটো মামলা করা হয়েছে প্রাক্তন মেয়র তথা বর্ষীয়ান সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, সমন পাঠক-সহ মোট ৪০০ জনের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে পুলিশ সরকারি সম্পত্তি নষ্ট সহ রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছে। গত শুক্রবার সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অশোক ভট্টাচার্যের নেতৃত্বে সিপিএমের কয়েকশো কর্মী শিলিগুড়ি পুরসভায় অবস্থান বিক্ষোভের নামে বিশৃঙ্খলা তৈরি করে। পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণ করতে গেলে হামলা চালায় বিক্ষোভকারীরা। সিসিটিভির ফুটেজ দেখেই চিহ্নিত করা হয়েছে হামলাকারীদের। দুই হামলাকারী সিপিএমের (CPM) প্রদীপ ঘোষ ও প্রমোদ পাসোয়ানকে গ্রেফতার করেছে। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়। দু’জনকে সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার আদালত চত্বরে উপস্থিত হন অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার সহ সিপিএমের বহু কর্মী। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, যে কোনও রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি নিতেই পারে। কিন্তু যেখানে অশোক ভট্টাচার্য নিজেই মেয়র ছিলেন তাঁর নেতৃত্বে সরকারি সম্পত্তি নষ্ট করতে দলীয় কর্মীদের কেন বাধা দিলেন না তিনি? এককথায় বিক্ষোভের নামে শহরজুড়ে বিশৃঙ্খলা তৈরি করে সিপিএম।
আরও পড়ুন: রাহুল ঘনিষ্ঠদের কটাক্ষ কংগ্রেস সাংসদ মণীশের