প্রতিবেদন : সমাজের দৃষ্টিতে আজও অবিবাহিত বা সমকামী যুগলের সম্পর্কও স্বাভাবিক নয়। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত মনে করে, অবিবাহিত সমকামী যুগলের মতো সম্পর্কগুলি পরিবারের আওতার মধ্যেই পড়ে। অর্থাৎ সমাজের দৃষ্টিভঙ্গিতে এই সম্পর্কগুলি বিরল ও নিন্দনীয় মনে হলেও, আইনের চোখে তা নয়।
আরও পড়ুন-সংরক্ষিত টিকিট বাতিল করলেও এবার জিএসটি
শীর্ষ আদালতের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ বলেছে, পরিবার বলতে সমাজ ও আইনের চোখে বোঝায়, বাবা, মা ও তাঁদের সন্তান। কিন্তু, অনেক সময় পরিস্থিতির কারণে একটা পরিবারের কাঠামোয় বদল ঘটে। হয়তো অনেকের কাছে সেটা প্রত্যাশিত নয়। দুই অবিবাহিত, সমকামী যুগলকে নিয়েও এই ধরনের পরিবার তৈরি হতে পারে। এ ধরনের সম্পর্কগুলি হয়তো সমাজের তথাকথিত পারিবারিক সম্পর্কের মতো নয়। কিন্তু আইনত তাঁরা সব ধরনের সুযোগ-সুবিধাই পাওয়ার যোগ্য।
আরও পড়ুন-সংখ্যালঘু শিল্পীরাই মায়ের কেশসজ্জার কারিগর
ডিভিশন বেঞ্চ আরও বলেছে, বিবাহবিচ্ছেদ হোক বা সঙ্গীর মৃত্যু, কিংবা আলাদা থেকে কেউ যদি একা সন্তান পালন করেন, সেক্ষেত্রে তিনি পুনর্বিবাহ করুন বা দত্তক নিয়ে কিংবা শুধুমাত্র সন্তান পালক হন, তা সমাজের দৃষ্টিতে পরিবার হিসাবে গণ্য না হলেও আইনের চোখে তিনি সবরকম সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য।