সংবাদদাতা, শিলিগুড়ি : ডেঙ্গু মোকাবিলায় ব্যবস্থা নিচ্ছে পুরসভা। বাড়ানো হচ্ছে বাড়ি বাড়ি সার্ভে টিমের (Servey Team) সংখ্যা। ইতিমধ্যেই শহরজুড়ে ডেঙ্গু সচেতনতায় নেমেছেন পুর কর্মীরা। এই বিষয়ে শিলিগুড়ি পুরসভার মেয়র পারিষদ(স্বাস্থ্য) দুলাল দত্ত বলেন, ডেঙ্গু মোকাবিলায় তৎপরতার সঙ্গে কাজ করছে পুরসভা। বাড়ানো হয়েছে সার্ভে টিমের সংখ্যা। পুরসভা এলাকায় ১৩৬টি ভিসিটি টিম (ভেক্টর কন্ট্রোল টিম) নামানো হয়েছে যারা প্রতিনিয়ত বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে কাজ করছে। ডেঙ্গু সচেতনতার ক্ষেত্রেও উদ্যোগী হয়েছে পুরনিগম। পুরনিগমের স্বাস্থ্য দফতরের ৮০২ জন মহিলা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে (Servey Team) ও সচেতন করছেন সাধারণ মানুষকে। বাড়ির আনাচে-কানাচে জল জমতে না দেওয়া থেকে শুরু করে যাবতীয় ক্ষেত্রেই উদ্যোগী পুরনিগম। এছাড়াও প্রতিনিয়ত বিভিন্ন ওয়ার্ডগুলিতে মাশার লার্ভাকে নাশ করতে ফগিং মেশিন ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, শিলিগুড়িতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে। সচেতন হচ্ছে স্বাস্থ্য দফতর। ডেঙ্গু প্রতিরোধে সবরকম ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে পুরসভা। নর্দমাগুলিতে ছাড়া হয়েছে গাপ্পিমাছ।
আরও পড়ুন: সব চক্রান্ত ভেঙে ২০২৪ সালে দিল্লি থেকে তাড়াব বিজেপিকে