দুবাই, ২৯ অগাস্ট : ২০১৮ সালের এশিয়া কাপ। দুবাইয়ের এই মাঠে পাকিস্তানের বিরুদ্ধে বল করতে গিয়ে পিঠে চোট পেয়েছিলেন। চোট এতটাই মারাত্মক ছিল যে, হার্দিক পান্ডিয়াকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছিল!
চার বছর পর এশিয়া কাপে আরও একটা ভারত-পাক ম্যাচ। ভেনু সেই দুবাই। ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করে টিম ইন্ডিয়াকে রোমাঞ্চকর জয় উপহার দিলেন হার্দিক (Cricketer Hardik Pandya)। বল হাতে ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৩৩ রান। দু’বল হাতে রেখেই ছয় মেরে জেতালেন। বৃত্তটা রাজকীয়ভাবেই সম্পূর্ণ করলেন হার্দিক।
ম্যাচের পর সতীর্থ রবীন্দ্র জাদেজাকে সাক্ষাৎকার দেওয়ার সময় চার বছর আগের সেই কঠিন সময়ের স্মৃতিচারণ হার্দিকের কণ্ঠে। তিনি বলছিলেন, ‘‘ব্যাট করার সময় সেই স্মৃতি মাথায় ঘুরছিল। সেদিন স্ট্রেচারে করে এই ড্রেসিংরুমেই আমাকে নিয়ে আসা হয়েছিল। সেটা ছিল আমার কেরিয়ারের কঠিন দিনগুলোর মধ্যে একটা। ওই পরিস্থিতি থেকে ফিরে এমন খেলতে পারলে মনে হয় কিছু করতে পেরেছি।’’ তাঁকে সুস্থ করার পিছনে ভারতীয় দলের দুই চিকিৎসক নীতিন প্যাটেল ও সোহম দেশাইয়ের বড় ভূমিকা ছিল বলে জানিয়েছেন হার্দিক (Cricketer Hardik Pandya)।
আরও পড়ুন: নৌসেনা ম্যাচের প্রস্তুতি শুরু মোহনবাগানের, আজ শহরে পেত্রাতোস
এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে জেতার জন্য প্রয়োজন ছিল সাত রানের। কিন্তু ওভারের প্রথম বলেই আউট হয়ে যান জাদেজা। সেই সময় হার্দিক নিজের হতাশা প্রকাশ করে ফেলেছিলেন। এই প্রসঙ্গে হার্দিকের বক্তব্য, ‘‘আমি হতাশ হয়েছিলাম। কিন্তু চাপ নিইনি। কারণ ৩০ গজের মধ্যে পাঁচজন ফিল্ডার ছিল। জানতাম, একটা না একটা বাউন্ডারি ঠিক মারতে পারব। তাই একটা লুজ বলের অপেক্ষায় ছিলাম।’’