সংবাদদাতা, মেদিনীপুর : ডিসেম্বরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হতে চলেছে ক্যাথ ল্যাব। এ কথা জানান কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুণ্ডু। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে গত বুধবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এ আয়েশা রানি। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে, রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন সুপার ডাঃ ইন্দ্রনীল সেন, কলেজ অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুণ্ডুদের।
আরও পড়ুন-ক্ষতিগ্রস্ত ৩ লক্ষ কৃষকের পাশে তৃণমূলের খেতমজুর সংগঠন, জোর শস্যবিমার ক্ষতিপূরণে
হাসপাতালের পরিকাঠামোর উন্নতিসাধনে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে ক্যাথ ল্যাব বা হৃদরোগ সংক্রান্ত বিভাগ কবে চালু হবে জানতে চান তিনি। অধ্যক্ষ জানান, সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে মেশিনপত্র এসে পৌঁছলে নভেম্বর-ডিসেম্বর থেকেই চালু করা সম্ভব হবে ক্যাথ ল্যাবটি। দ্রুত বিষয়টি সম্পন্ন করতে নির্দেশ দেন জেলাশাসক। অধ্যক্ষ আরও জানান, ‘‘আশা করছি ডিসেম্বর মাসের মধ্যেই ক্যাথ ল্যাব চালু করা যাবে। অ্যাঞ্জিওগ্রাম ছাড়াও স্টেন্ট বসানো বা অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার বসানোর কাজ ধীরে ধীরে শুরু হবে। এই মুহূর্তে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগে কেমোথেরাপি হয়। এবার রেডিওথেরাপি চালু করতে চাইছি। বিষয়টি জেলাশাসককে জানিয়েছি। উনি স্বাস্থ্য ভবনে প্রস্তাব পাঠাবেন বলেছেন। এছাড়াও আই ব্যাঙ্ক তৈরির কাজ চলছে।”