প্রতিবেদন : বৃহস্পতিবার থেকে রাজ্যে শারদোৎসবের কার্যত সূচনা হচ্ছে। তার আগে হাওড়া শহরের গঙ্গার ঘাটগুলির অবস্থা সরেজমিনে ঘুরে দেখলেন কর্পোরেশনের আধিকারিকরা। মঙ্গলবার ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরির নেতৃত্বে কর্পোরেশনের অফিসাররা উত্তর হাওড়ার গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করেন। ছিলেন পুরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য বাপি মান্না, রিয়াজ আহমেদ, মনোজিৎ রাফেল। তাঁরা উত্তর হাওড়ার ফুলতলা, বাঁধাঘাট, চাউলপট্টি ও ছাতুবাবুর ঘাট ঘুরে দেখেন।
আরও পড়ুন-বাংলাই হবে পর্যটনে সেরা : বাবুল
ঘাটগুলি প্রতিমা বিসর্জনের উপযোগী কি না, সেখানকার রাস্তাঘাট, বিদ্যুতের ব্যবস্থা প্রভৃতি পরিকাঠামো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তাঁরা। এরপর দক্ষিণ হাওড়া ও শিবপুরের বিসর্জনের ঘাটগুলিও চলতি সপ্তাহে পরিদর্শন করবেন তাঁরা। সৈকত চৌধুরি জানান, ‘‘ঘাটগুলির অবস্থা খতিয়ে দেখার পর বিসর্জনের ক্ষেত্রে কোথায় কী কী খামতি তা আমরা দ্রুত মেরামত করব। সেই উদ্দেশ্যেই এদিন বিসর্জনের ঘাটগুলির পরিস্থিতি ঘুরে দেখা হল।