দ্বিতীয় দিনেও মোচ্ছব গেরুয়া প্রশিক্ষণ শিবিরে

কিন্তু নেতারা অধিকাংশই সোমবার রাতে শিবির ছেড়ে চলে যান। মঙ্গলবার সকালে ফের আসেন। এ নিয়ে কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে।

Must read

প্রতিবেদন : প্রশিক্ষণ শিবিরের নামে বৈদিক ভিলেজে বঙ্গ বিজেপি নেতাদের মোচ্ছব মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। কোটি কোটি টাকা খরচ করে এই মোচ্ছবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবারের অলস দুপুরে মাছের কালিয়া, চিকেন কষা আর স্যুপ সহযোগে ‘লাঞ্চ’ সেরে গা এলিয়ে বিজেপি নেতা, কর্মীরা ফের নতুন উদ্যমে লড়াইয়ের গল্প শুনলেন কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে।

আরও পড়ুন-বিসর্জনের ঘাট পরিদর্শন

এদিন দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, ভাজা, স্যালাড, তিনরকম সবজি, মাছের কালিয়া, চিকেন, স্যুপ, রসগোল্লা ও মিহিদানা। তবে দ্বিতীয় দিন সকালেই তাল কাটল শিবিরের। এদিন সকালে শিবিরে যোগার আয়োজন করা হয়েছিল। কিন্তু দেখা গেল যোগার আসনে হাজির মাত্র ৫০ শতাংশ নেতা-কর্মীরা। তবে যোগাতে আগ্রহ না থাকলেও অনেককে অবশ্য মহা উৎসাহে সুইমিং পুলে নেমে সাঁতার কাটতে দেখা গেল। সবমিলিয়ে খাওয়াদাওয়া হইহই করে বৈদিক ভিলেজে আরও একটা দিন কাটালেন বিজেপি কর্মীরা। তিনদিনের আবাসিক শিবির। কিন্তু নেতারা অধিকাংশই সোমবার রাতে শিবির ছেড়ে চলে যান। মঙ্গলবার সকালে ফের আসেন। এ নিয়ে কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে।

Latest article