প্রতিবেদন : গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামার আগেই ডুরান্ড কাপ থেকে ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল। তবু শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে শক্তিশালী মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে নিয়মরক্ষার শেষ ম্যাচে দলকে পরখ করে নিতে চান কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। চোট আঘাত, কার্ড সমস্যায় পছন্দের প্রথম একাদশ নামাতে পারবেন না ইস্টবেঙ্গল কোচ। ভিপি সুহের, নাওরেম মহেশ, অঙ্কিত মুখোপাধ্যায়রা খেলার জায়গায় চলে এলেও তাঁদের খেলিয়ে ঝুঁকি নিতে চান না স্টিফেন। তার উপর পর পর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেজকে পাবে না দল। তবু ডুরান্ডের শেষ ম্যাচে নতুনদের দেখে নিতে চাইছেন স্টিফেন।
আরও পড়ুন-শিলিগুড়িতে নজরদারি প্রকল্প, শহরে ১০০ সিসিটিভি ক্যামেরা, মাদকাসক্তদের জন্য নবজীবন
শুক্রবার ক্লাব মাঠে ক্লোজড ডোর অনুশীলন ছিল। নিজেদের দায়িত্ব ফুটবলারদের বুঝিয়ে দিয়েছেন লাল-হলুদের ব্রিটিশ কোচ। সেট পিস মুভমেন্ট এবং বিভিন্ন ধরনের সিচ্যুয়েশন প্র্যাকটিসে টিম কম্বিনেশন ঝালিয়ে নিয়েছেন স্টিফেন। দলের ফিটনেসে এখনও অনেক ঘাটতি আছে। অনুশীলনের পর ইস্টবেঙ্গল কোচ বলেছেন, ‘‘আইএসএলের সূচি প্রকাশ হয়েছে। হাতে এক মাস সময়। তার আগে দলকে তৈরি করে নেওয়াই আমার কাজ। আমরা ঠিক পথেই এগোচ্ছি। আমাদের কাছে গুরুত্ব না থাকলেও মুম্বইয়ের বিরুদ্ধেও দল সেরাটা দেবে।’’ এদিকে, দলের ষষ্ঠ বিদেশি অস্ট্রেলিয়ার মিডফিল্ডার জর্ডন দোহার্তি শনিবার রাতে শহরে আসছেন।