উত্তম কুমার ওরফে অরুণকুমার চট্টোপাধ্যায় ছিলেন একজন ভারতীয়-বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্রপ্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। বাংলা চলচ্চিত্র জগতে তিনি ‘মহানায়ক’ হিসেবেই বিখ্যাত। উত্তম কুমারকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ও জাত অভিনেতা হিসেবে বিবেচিত। তিনি হলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল ও সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। ক্যারিয়ার জুড়ে অসংখ্য বানিজ্যিক সাফল্য ছাড়াও সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন।
আরও পড়ুন-ডায়মন্ড হারবারে এল ৩০০ টনের বেশি রুপোলি শস্য, ইলিশ নিয়ে ফিরল ট্রলার
৩ সেপ্টেম্বর ১৯২৬ তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজ তাঁর জন্মদিবসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে উত্তম কুমারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।