অগস্টে এক বছরে সর্বোচ্চ বেকারত্ব ভারতে, টুইট বার্তায় সরব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

তথ্যর ওপর ভিত্তি করে জানা যায়, অগস্ট মাসে হরিয়ানায় বেকারত্ব সর্বাধিক ছিল ৩৭.৩ শতাংশ । জম্মু ও কাশ্মীরে ৩২.৮ শতাংশ ।

Must read

সিএমআইই (Centre for Monitoring Indian Economy) এর এক বিশেষ তথ্য অনুসারে, ভারতের বেকারত্বের হার অগস্টে এক বছরের সর্বোচ্চ ৮.৩ শতাংশে পৌঁছেছে ৷ কর্মসংস্থান ২ মিলিয়ন কমে ৩৯৪.৬ মিলিয়নে এসে দাঁড়িয়েছে । জুলাই মাসে, বেকারত্বের হার ছিল ৬.৮শতাংশ এবং কর্মসংস্থান ছিল ৩৯৭ মিলিয়ন।

আরও পড়ুন-উত্তম কুমারের জন্মদিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য

সিএমআইই (Centre for Monitoring Indian Economy)-এর এমডি মহেশ ব্যাস এই বিষয়ে জানান, শহরে বেকারত্বের হার সাধারণত গ্রামের বেকারত্বের থেকে কিছুটা বেশি ৷ অগস্ট মাসে শহরে বেকারত্বের হার ৯.৬ শতাংশে পৌঁছয় এবং গ্রামীণ বেকারত্বের হারও ৭.৭ শতাংশে পৌঁছেছে ।

তিনি এই নিয়ে আরও বলেন, গ্রামীণ ভারতে বেকারত্বের হার জুলাই মাসে ৬.১ শতাংশ থেকে অগস্ট মাসে ৭.৭ শতাংশে পৌঁছেছে । আরও গুরুত্বপূর্ণ তথ্য এই যে কর্মসংস্থানের হার ৩৭.৬ শতাংশ থেকে ৩৭.৩ শতাংশে নেমে এসেছে । তবে গ্রামীণ বেকারত্বের হার আগামিদনে কমতে পারে ৷

আরও পড়ুন-ডায়মন্ড হারবারে এল ৩০০ টনের বেশি রুপোলি শস্য, ইলিশ নিয়ে ফিরল ট্রলার

তথ্যর ওপর ভিত্তি করে জানা যায়, অগস্ট মাসে হরিয়ানায় বেকারত্ব সর্বাধিক ছিল ৩৭.৩ শতাংশ । জম্মু ও কাশ্মীরে ৩২.৮ শতাংশ । রাজস্থানে ৩১.৪ শতাংশ । ঝাড়খণ্ডে ১৭.৩ শতাংশ এবং ত্রিপুরায় ১৬.৩ শতাংশ ছিল ৷ যদিও ছত্তিশগড়ে বেকারত্বের হার সর্বনিম্ন ছিল ০.৪ শতাংশ । মেঘালয়ে ২ শতাংশ । মহারাষ্ট্রে ২.২ শতাংশ এবং গুজরাট ও ওড়িশায় ২.৬ শতাংশ ।

আরও পড়ুন-শীঘ্রই আসছে পদ্মার ইলিশ

এই মর্মে টুইটবার্তায় প্রতিবাদ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। লেখা হয়, ‘পিএম মোদির নিউ ইন্ডিয়াতে, বেকারত্বের হার আগস্টে বেড়ে ৮.৩% এ পৌঁছেছে। আমাদের তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার কোনো অভিপ্রায় ছাড়াই,@BJP4ইন্ডিয়া প্রচার চালিয়ে যাচ্ছে, লক্ষাধিক জীবনকে অন্ধকার ও অন্ধকারে ঠেলে দিচ্ছে। ধন্যবাদ @নরেন্দ্রমোদিজি!’

 

Latest article