সাগরে ৪০ হাজার বাড়িতে শীঘ্রই পৌঁছবে পানীয় জল

আগামী বছরের জুলাই মাসের মধ্যে এই প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই প্রকল্পে ৪০ হাজার পরিবারের ২ লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন।

Must read

সংবাদদাতা, সাগর : সুন্দরবনে পানীয় জলের সমস্যা মেটাতে রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে শুক্রবার সাগরের রুদ্রনগরে ১৬টি নলবাহিত পানীয় জলপ্রকল্পের সূচনা করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা, জনস্বাস্থ্য কারিগরি দফতরের মুখ্য বাস্তুকার প্রতীক রুদ্র, কাকদ্বীপের মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত মালি সহ বিশিষ্টরা। এই প্রকল্পে ব্যয় হবে ১৫৫ কোটি টাকা।

আরও পড়ুন-অগস্টে এক বছরে সর্বোচ্চ বেকারত্ব ভারতে, টুইট বার্তায় সরব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

আগামী বছরের জুলাই মাসের মধ্যে এই প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই প্রকল্পে ৪০ হাজার পরিবারের ২ লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্প রূপায়ণ করা হবে। এছাড়া এদিন জেলাশাসক ও মন্ত্রী সুন্দরবন-বকখালি উন্নয়ন পর্ষদের অধীন সাগরের কমলপুরে ধবলাট- রামকৃষ্ণ সেতুর শিলান্যাস করেন মন্ত্রী ও জেলাশাসক। সাগর ও মনসাদ্বীপ গ্রাম জুড়ে যাবে এই কংক্রিটের সেতুর মাধ্যমে। আগামী ৬ মাসে শেষ হবে এই সেতুর কাজ।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারে এল ৩০০ টনের বেশি রুপোলি শস্য, ইলিশ নিয়ে ফিরল ট্রলার

এদিন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, আগামী বছরের জুলাইয়ের মাধ্যমে সাগর ব্লকের ৪০ হাজার পরিবারের কাছে পৌঁছে যাবে নলবাহিত পানীয় জল। এই প্রকল্প চালু হলে পানীয় জলের কোনও সমস্যা থাকবে না। জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, এই প্রকল্প ছাড়াও জেলার প্রতিটি বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হাসপাতালেও নলবাহিত পানীয় জল আগামী ডিসেম্বর মাসের মধ্যে পৌঁছে যাবে। জেলাজুড়ে পানীয় জলের মেগাপ্রকল্পও চলছে। সুন্দরবনের গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Latest article