শীঘ্রই আসছে পদ্মার ইলিশ

আর এই বছর পদ্মার রুপোলি শস্যের দামও থাকবে মধ্যবিত্তের নাগালের মধ্যে। গত কয়েক বছর ধরে রাজ্যে আসছে বাংলাদেশের ইলিশ।

Must read

সংবাদদাতা, হাওড়া : এক সপ্তাহের মধ্যেই ভোজনরসিক বাঙালির পাতে পড়তে চলেছে বাংলাদেশের ইলিশ। আর এই বছর পদ্মার রুপোলি শস্যের দামও থাকবে মধ্যবিত্তের নাগালের মধ্যে। গত কয়েক বছর ধরে রাজ্যে আসছে বাংলাদেশের ইলিশ। রাজ্যের মৎস্য দফতরের উদ্যোগে মূলত মৎস্য ব্যবসায়ীরা পুজোর আগে বাংলাদেশের ইলিশ নিয়ে আসেন। তবে গত বছর পুজোর মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের ইলিশ এই রাজ্যে এসে পৌঁছনোয় ক্রেতাদের চাহিদা সেইভাবে মেটেনি।

আরও পড়ুন-অনুভবে কুমোরটুলির প্রতিমাদর্শন দৃষ্টিহীনদের

তাই এবছর আগেভাগেই ইলিশ আমদানির ছাড়পত্রের জন্য আবেদন করেছেন এই রাজ্যের মৎস্য ব্যবসায়ীরা। ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, ‘‘এই বছর অগাস্ট মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে। কয়েকদিনের মধ্যে সংশ্লিষ্ট দফতর থেকে আমাদের অনুমোদন দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ব্যাপারে রাজ্যের মৎস্য দফতরও আমাদের সাহায্য করেছে।’’ ফলে শীঘ্রই ফের পদ্মার ইলিশের স্বাদ পেতে চলেছেন এই রাজ্যের মানুষ। পাইকারি বাজারে বাংলাদেশের ইলিশের কেজি প্রতি দাম ১০০০-১২০০ টাকার ভেতর থাকবে বলে মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে বাংলার ইলিশ আরও মিললে এই দাম কমতে পারে।

Latest article