প্রতিবেদন: এবার কি মাটি হতে চলেছে পুজোর আনন্দ? শনিবার আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবরে এমনই আশঙ্কা তৈরি হয়েছে। হাওয়া অফিসের খবর, চলতি মাসের শেষের দিকে অর্থাৎ পুজোর (Durga Puja) ঠিক মুখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এতেই আশঙ্কা ছড়িয়েছে। তবে এ রাজ্যের বুকে এই ঘূর্ণাবর্তের ঠিক কতটা প্রভাব পড়বে তা এখনই নিশ্চিত ভাবে কিছু বলতে পারছে না আবহাওয়া দফতর। তবে শুধু পুজোর (Durga Puja) মুখেই নয়, চলতি মাসে আরও কয়েকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে। ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির খবরে কিছুটা স্বস্তি পাচ্ছে কৃষিকাজের সঙ্গে মানুষেরা। কারণ, চলতি মরশুমে এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানান হয়েছে রবিবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। শনিবারও উত্তরে বৃষ্টি হয়েছে। তুলনায় কম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন এমন পরিস্থিতি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি-ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদহ এবং দুই দিনাজপুরে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে বেশি বৃষ্টি হতে পারে। রবিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।