সেরেনার বিদায় অবসর? হারেও স্পষ্ট হল না

Must read

নিউ ইয়র্ক: ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস (Tennis Player Serena Williams)। কিন্তু হেরেও কিংবদন্তি মার্কিন তারকা অবসর নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখলেন!

কিছুক্ষণ আগেই অস্ট্রেলিয়ার আজলা টমলিয়ানোভিচের কাছে তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫-৭, ৭-৬(৭/৪), ১-৬ ব্যবধানে হেরে গিয়েছেন সেরেনা (Tennis Player Serena Williams)। কানায় কানায় পূর্ণ আর্থার অ্যাশ স্টেডিয়াম তখন পুরোপুরি স্তব্ধ। মেয়েদের টেনিসে ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা বিদায়বেলায় কী বলেন, তা শোনার জন্য উৎসুক সবাই। গ্যালারিতে বাজছে মার্কিন কিংবদন্তি পপ তারকা টিনা টার্নারের বিখ্যাত গান—‘সিম্পলি দ্য বেস্ট’। সেরেনাকে প্রশ্ন করা হল, তিনি কি খেলা চালিয়ে যাবেন? চোখে জল নিয়ে তাঁর জবাব, ‘‘আমার মনে হয় না। তবে বলা তো যায় না! সত্যি কথা বলতে কী, আমি নিজেই জানি না।’’ শেষ পর্যন্ত সবাইকে ধোঁয়াশায় রেখেই কোর্ট ছাড়লেন সেরেনা!

আরও পড়ুন: বিরোধী দলনেতার মুখ পুড়ল সুপ্রিম কোর্টেও

অবসর নিয়ে ধোঁয়াশা রাখলেও, বর্ণময় কেরিয়ারের জন্য এদিন পরিবারকে কৃতিত্ব দিয়েছেন সেরেনা। তিনি বলেন, ‘‘আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবার আগে বাবাকে ধন্যবাদ। ভাবতেই পারছি না এতগুলো বছর ধরে খেললাম। বাবা ও মায়ের হাত ধরেই টেনিসে পা রাখা। ওঁদের কাছে আমি কৃতজ্ঞ।’’ গ্যালারিতে উপস্থিত দিদি ভেনাসকেও ধন্যবাদ জানাতে ভোলেননি সেরেনা। তিনি বলেন, ‘‘ভেনাসের জন্যই আমি সেরেনা উইলিয়ামস হতে পেরেছি। দিদিই আমার পৃথিবী। আমার স্বামী ও মেয়েও আমার পৃথিবী।’’ তবে সেরেনা সরাসরি অবসরের কথা ঘোষণা না করলেও, ক্রীড়াবিশ্ব ধরেই নিচ্ছে ইউএস ওপেনই তাঁর শেষ টুর্নামেন্ট। টাইগার উডস থেকে শচীন তেন্ডুলকর—প্রত্যেকেই এদিন কুর্নিশ জানিয়েছেন সেরেনাকে। শচীন ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন তাঁকে। টাইগার উডস ট্যুইট করেন, ‘‘কোর্টের বাইরে ও ভিতরে তুমিই সেরা।’’ আমেরিকার প্রাক্তন ফাস্ট লেডি মিশেল ওবামাও ট্যুইট করেন, ‘‘আমরা সৌভাগ্যবান। একটা ছোট্ট মেয়ের উত্থান থেকে বিশ্বের সেরা তারকা হওয়ার অসাধারণ সফরের সাক্ষী থেকেছি।’’

Latest article