সংবাদদাতা, খয়রাসোল: ‘রাম রাম করে বোঝানো হবে তৃণমূল এত খারাপ, আমরা এত ভাল, কিন্তু সেটা সত্যি নয়’, খয়রাসোল গোষ্ঠডাঙাল মাঠে ভাষণ দিতে গিয়ে মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। বললেন, ‘ইডি-সিবিআই লাগিয়ে একশোজনকে ডাকা হচ্ছে। তার মধ্যে দুজনের কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে। তাহলে বাকি ৯৮ জনকে নিয়ে বলুক, ওদের কোনও দোষ নেই। তা না করে সবাইকে দোষী বানানো হচ্ছে। সবাইকে বিরক্ত করা হচ্ছে। সবার সামাজিক সম্মানহানি করা হচ্ছে।’ মুখ্যমন্ত্রীর সততা ও গ্রহণযোগ্যতা প্রসঙ্গে শতাব্দী (Shatabdi Roy) বলেন, ‘একটা সেতুভাঙার পর সংবাদমাধ্যমের একটা ইন্টারভিউ মনে আছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাওয়ার পর, এক সাক্ষাৎকারে এলাকার মানুষ বলছে, দিদি দেখে গিয়েছেন। দিদি বলেছেন, তিনি দেখবেন। ভেবে দেখুন, দিদির উপর কতটা বিশ্বাস থাকলে, মানুষ এরকম বলতে পারে। সবাই জানি, অনুব্রত মণ্ডল একজন ভাল সংগঠক। উনি কাদায় পড়েছেন। হাতি কাদায় পড়লে চামচিকেতে লাথি মারে। তিনি যখন কাদা ধুয়ে বাইরে বের হয়ে আসবেন, তখন কিন্তু সেই হাতিই থাকবেন।’ সভায় তিলধারণের জায়গা ছিল না। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে রাজ্যে অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে দুবরাজপুর বিধানসভার খয়রাসোল ব্লকের এই মেলার মাঠে জনসভার আয়োজন করে জেলা তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেস আহ্বায়ক মলয় মুখোপাধ্যায় জানান, শতাব্দী ছাড়াও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ অসিত মাল, সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিংহ উপস্থিত ছিলেন।