শিক্ষারত্ন বেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক

Must read

সংবাদদাতা, বালুরঘাট : শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন কাদিঘাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক পার্থ সরকার (Shiksha Ratna Award- Partha Sarkar)। খুশির হাওয়া বিদ্যালয়ে। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা পার্থবাবু৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত। তাঁর ধ্যানজ্ঞান স্কুলকে ঘিরেই। ছাত্রগড়ার কারিগর কাদিঘাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক তৈরি করেছেন একাধিক কৃতী ছাত্র। তাঁর হাত ধরে বিদ্যালয়েরও উন্নয়নও হয়েছে। অবশেষে মিলছে ভাল কাজের সরকারি স্বীকৃতি। কয়েকদিন আগে কলকাতা স্কুল অফ কমিশনারেট থেকে পার্থবাবুর (Shiksha Ratna Award- Partha Sarkar) কাছে মেল আসে। তাতে জানানো হয়, তিনি শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন। জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকেও তাঁকে জানানো হয়েছে। খবর চাউর হতেই প্রাক্তনী থেকে শিক্ষক সবাই আনন্দে মেতে উঠেন। প্রাক্তন শিক্ষক স্বপনকৃষ্ণ দাস বলেন, প্রধানশিক্ষক শিক্ষারত্ন পাওয়ায় আমরা গর্বিত। দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হয়েছে, আগামীদিনে কাদিঘাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয় আরও এগিয়ে যাবে এই আশা করি। পার্থবাবু বলেন, ‘বিদ্যালয়কে জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে গড়ে তুলতে চাই। পরিকল্পনা আছে, সেইমতো এগোব। পরিকল্পনা রূপায়ণে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রার্থনা করছি৷’

আরও পড়ুন: ঘূর্ণাবর্তের সম্ভাবনা, পুজোয় দুর্যোগের শঙ্কা

Latest article