সাও পাওলো : করোনা বিধি ভাঙলেন লিওনেল মেসিরা। আর তার খেসারত দিতে হচ্ছে নেইমার দ্য সিলভাদের! রবিবার রাতে বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনার চার ফুটবলার কোভিড বিধি ভঙ্গ করার ম্যাচ ৭ মিনিট গড়াতে না গড়াতেই মাঠে ঢুকে খেলা বন্ধ করে দেয় স্থানীয় পুলিশ!
ফলে ম্যাচ ভেস্তে যায়। ফুটবল মাঠে এই ঘটনা অভূতপূর্ব।
এর ফলে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবলের নিয়ম অনুযায়ী আয়োজক ব্রাজিলের তিন পয়েন্ট কেটে নেওয়া হতে পারে। প্রসঙ্গত, কনমেবলের নিয়ম অনুযায়ী, একবার কোনও ম্যাচ শুরু হয়ে গেল খেলা থামিয়ে দিয়ে ফুটবলারদের ওপর নিষেধাজ্ঞা জারি করা যায় না। খেলোয়াড় সংক্রান্ত কোনও সমস্যা থাকলে, সেটা ম্যাচ শুরুর আগেই মিটিয়ে ফেলতে হবে।
আরও পড়ুন :কাঠমান্ডু থেকেই সাফ জয়ের শপথ সুনীলদের
যদি কোনও কারণে ম্যাচ মাঝপথে ভেস্তে যায়, তাহলে যে দলের কারণে এই ঘটনা ঘটেছে, তাদের তিন পয়েন্ট কেটে নেওয়া হবে। একই সঙ্গে বিপক্ষ দলকে ৩-০ ব্যবধানে জয়ী বলে ঘোষণা করা হবে।
আর এখানেই বাড়তি সুবিধে পাচ্ছেন মেসিরা। কারণ ব্রাজিলের প্রশাসনিক ব্যর্থতার জন্যই রবিবার রাতের ম্যাচ শুরু হয়েও বন্ধ হয়ে গিয়েছিল। ব্রাজিলের নিয়ম অনুযায়ী কোভিডের লাল তালিকা ভুক্ত দেশগুলি থেকে যাঁরা এই দেশে পা রাখবেন, তাঁদের বাধ্যতামূলক ভাবে দু’সপ্তাহের নিভৃতবাসে থাকতেই হবে। ইংল্যান্ড এই লাল তালিকা ভুক্ত দেশের অন্যতম।
আরও পড়ুন :অবশেষে রফা, অরিন্দম ইস্টবেঙ্গলেই
এদিকে, আর্জেন্টিনা দলের প্রথম একাদশে থাকা তিন ফুটবলার এমি মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো এবং জিওভান্নি লো কেলসো ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে নিভৃতবাসে না থেকেই সরাসরি মাঠে নেমে পড়েছিলেন। একই ঘটনা ঘটেছে অতিরিক্ত তালিকায় থাকা আরও এক ফুটবলার এমি বুয়েনডিয়ার বিরুদ্ধে।
ব্রাজিলীয় অভিবাসন দপ্তরের অভিযোগ, এই চার আর্জেন্টাইন ফুটবলার মিথ্যা কথা বলে ব্রাজিলের মাটিতে পা রেখেছিলেন। ব্রাজিলের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জানাচ্ছেন, এই ঘটনার কথা জানার পর, তাঁরা দ্রুত আর্জেন্টিনার হোটেলে হানা দিয়েছিলেন। কিন্তু ততক্ষণে মেসিরা স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন।
আরও পড়ুন :কেকেআর আইপিএলের নকআউটে খেলবেঃ শুভমান
এদিকে, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি দাবি করছেন, এই চার ফুটবলারকে যে খেলানো যাবে না, এমন কোনও তথ্য তাঁদের কাছে ছিল না। তবে ঘটনা যাই হোক না কেন, ব্রাজিলীয় প্রশাসনের এই ব্যর্থতার দাম সম্ভবত তিন পয়েন্ট খুইয়ে দিতে হবে নেইমারদের।