কেকেআর আইপিএলের নকআউটে খেলবেঃ শুভমান

Must read

আবুধাবি, ৬ সেপ্টেম্বরঃ চোট সারিয়ে আইপিএলে ফিরছেন শুভমান গিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পায়ে চোট পাওয়ার পর ইংল্যান্ড সিরিজের দল থেকে ছিটকে যান তরুণ ভারতীয় ওপেনার। দেশে ফিরে রিহ্যাব শুরু করেন তিনি। সম্পূর্ণ ফিট হয়েই আইপিএল গ্রহে পা রাখলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার। রবিবারই আমিরশাহি পৌঁছেছেন শুভমান। ৬ দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটানোর পর সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামতে পারবেন। হোটেলের ঘরে বসে টিম ইন্ডিয়ার তরুণ প্রতিভা জানিয়ে দিলেন, তিনি সুস্থ।

আরও পড়ুন :  কাঠমান্ডু থেকেই সাফ জয়ের শপথ সুনীলদের

আইপিএলে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। নিজের দল কেকেআর নিয়ে আশাবাদী শুভমান। ভারতে প্রথম পর্বের আইপিএল কোভিডের কারণে বন্ধ হওয়ার সময় ভাল জায়গায় ছিল না নাইটরা। পয়েন্ট টেবলে আট দলের মধ্যে কেকেআর আছে সাত নম্বরে। শুভমান বলছেন, ‘‘আমাদের দলের নকআউটে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই বিরতিটা আমরা কেউ আশা করিনি। কখনও এই বিরতি খুব কাজে দেয়। বিশ্রাম পেয়ে তরতাজা হয়ে মাঠে নামার সুযোগ থাকে। কেউ জানে না টি২০ ফরম্যাটে কখন কী হবে। তাই আমি মনে করি, প্লে-অফে ওঠার দৌড়ে খুব ভালভাবেই আছে কেকেআর।’’

আরও পড়ুন :অবশেষে রফা, অরিন্দম ইস্টবেঙ্গলেই

এরপর শুভমানের সংযোজন, ‘‘আশা করছি আমরা বাকি ম্যাচগুলি জিতব এবং খুব সহজেই নকআউটের যোগ্যতা অর্জন করব। তারপর দেখতে হবে সেখান থেকে কতদূর যেতে পারি। এই পর্বে আমাদের খেলাটাকে উপভোগ করতে হবে, আইপিএলে যেটা আমরা করে এসেছি বিগত বছরগুলিতে।’’

Latest article