সংবাদদাতা, দুর্গাপুর : রাজ্যের বিভিন্ন শাখার ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক ও ম্যানেজমেন্ট স্তরের পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে উন্নত মানের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক আঙিনায় তাঁদের উচ্চ বেতনের চাকরি পেতে সহায়ক হয়ে ওঠার লক্ষ্যেই পাঁচ বছর আগে রাজারহাটে তৈরি হয় প্রতিষ্ঠানটি। জাপানের ফুজিসফ্ট এবং এ দেশের ভারা টেকনোলজির সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হওয়া শিক্ষা প্রতিষ্ঠানটির যুক্ত হয় রাজ্য সরকারের নোডাল এজেন্সি ওয়েবেল। স্নাতকোত্তর-ডিপ্লোমা স্তরে থ্রি-ডি টেকনোলজি, সাইবার সিকিউরিটি ইত্যাদি বিষয়ে উচ্চশিক্ষা দেওয়া হয় এখানে।
আরও পড়ুন-প্রাতর্ভ্রমণে পাপ্পু টিশার্ট
শনিবার ওয়েবেল-ফুজিসফ্ট-ভারার পক্ষে দুর্গাপুর সিটি সেন্টারের এক হোটেল আয়োজিত হয় আলোচনাচক্র। ফুজিসফ্টের তরফে সংস্থার শীর্ষ আধিকারিক দেবাশিস মজুমদার বলেন, ‘২০১৭ সালে রাজ্যের তৎকালীন অর্থ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ড. অমিত মিত্রের হাত ধরে সংস্থাটি আত্মপ্রকাশ করে। তাঁর উদ্যোগেই এই উৎকর্ষ কেন্দ্রটি দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছে।’ ওয়েবেল-ফুজিসফ্ট থেকে বিশেষ পারদর্শী হয়ে ওঠা পড়ুয়ারা বছরে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা প্যাকেজের চাকরি পেয়েছেন বলে জানান তিনি। ড. অমিত মিত্র প্রথম ধাপে সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানটির জন্য ৬৪ কোটি টাকা বরাদ্দ করেন বলে জানান তিনি।