আকাশ দখল করবে মা-মাটি-মানুষ ঘুড়ি

বিশ্বকর্মা পুজোয় এবছর হাওড়ার আকাশ দখল করবে ‘মা-মাটি মানুষ’ ঘুড়ি। বিশ্বকর্মা পুজো মানেই আকাশ জুড়ে রংবেরঙের ঘুড়ির মেলা।

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়: বিশ্বকর্মা পুজোয় এবছর হাওড়ার আকাশ দখল করবে ‘মা-মাটি মানুষ’ ঘুড়ি। বিশ্বকর্মা পুজো মানেই আকাশ জুড়ে রংবেরঙের ঘুড়ির মেলা। এবছর ঘুড়ির মধ্যে নতুন সংযোজন হল ‘মা-মাটি মানুষ’ ঘুড়ি। হাওড়ার জগাছায় দেদারে বিক্রি হচ্ছে এই ঘুড়ি। এই ‘মা-মাটি-মানুষ’ ঘুড়ি এবছর বিক্রেতাদের লাভের মুখ দেখাচ্ছে। বিশ্বকর্মা পুজোর দু’সপ্তাহ আগে থেকেই এবার জগাছার চড়কডাঙা ও আশপাশের এলাকায় এই ‘মা-মাটি মানুষ’ ঘুড়ির চাহিদা তুঙ্গে। সেখানকার স্থানীয় বাসিন্দা জয়দেব দে নিজেই ঘুড়ি তৈরি করে বিক্রি করেন। তাঁর দোকানে থরে থরে সাজানোর রংবেরঙের হরেকরকম ঘুড়ি। আর তার মধ্যেই জায়গা করে নিয়েছে এই মা-মাটি-মানুষ ঘুড়ি।

আরও পড়ুন-কারিগরি শিক্ষার্থীদের মান বাড়াচ্ছে রাজ্যের প্রতিষ্ঠান

এই ঘুড়ির একদিকে রয়েছে দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর অন্যদিকে রয়েছে তৃণমূলের ঘাসফুল প্রতীক। ঘুড়ির নিচের দিকে লেখা ‘মা-মাটি-মানুষ’। এই ঘুড়ি প্রসঙ্গে বিক্রেতা জয়দেব দে বললেন, ‘‘আমি সব ধরনের ঘুড়ি তৈরি করি। তার মধ্যে এবছর মা-মাটি-মানুষ ঘুড়ির চাহিদা সব থেকে বেশি। প্রায় দেড় হাজারের মতো এই ঘুড়ি তৈরি করেছিলাম। ইতিমধ্যেই তার সব বিক্রি হয়ে গেছে। আবার তৈরি করছি। সেই অনুপাতে অন্য ঘুড়ির বিক্রি তেমন নেই।’’ এমনিতেই কোভিড পরিস্থিতিতে গত দু’বছর ঘুড়ির বিক্রি তেমন ছিল না। এই বছর ঘুড়ির বাজার কিছুটা হলেও ভাল হয়েছে। তার মধ্যে এবার ‘মা-মাটি-মানুষ’ ঘুড়ির চাহিদা সব থেকে বেশি। যার ফলে এবছর বিশ্বকর্মা পুজোর দিন হাওড়ার আকাশ এই ‘মা-মাটি-মানুষ’ ঘুড়িতে ঢেকে যাবার অপেক্ষায় রয়েছে।

Latest article