প্রতিবেদন : সাতসকালে ভয়াবহ আগুন লাগল লখনউয়ের (Lucknow Hotel Fire) হজরতগঞ্জের একটি হোটেলে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন ১২ জন। যার মধ্যে সাতজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হোটেলে (Lucknow Hotel Fire) ৩৫ থেকে ৪০ জন ছিলেন। সকাল ৭টা নাগাদ দমকলের কাছে আগুন লাগার খবর পৌঁছয়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। উদ্ধারকাজ চালাতে গিয়ে এক দমকলকর্মীও গুরুতর জখম হন। দুর্ঘটনায় আহতদের শ্যামাপ্রসাদ মুখার্জি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লখনউয়ের জেলাশাসক সূর্যপাল গাঙ্গোয়ার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান, শটসার্কিট থেকেই আগুন লেগেছে। হোটেলের তৃতীয় তলে আগুন লাগে। হোটেলে রয়েছে ৩০টি ঘর। সেখান থেকে প্রায় ২০ জনকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কাবুলে রুশ দূতাবাসের সামনে আত্মঘাতী বিস্ফোরণ, হত ২০