দুবাই, ৫ সেপ্টেম্বর : কোন এগারোজনকে খেলাবেন, আগে ঠিক করুন। রবিবার পাকিস্তান ম্যাচের পর ভারতীয় নির্বাচকদের উদ্দেশে বার্তা দিলেন শোয়েব আখতার (Pakistani Former Cricketer Shoaib Akhtar)। দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোর-এর ম্যাচে একসঙ্গে তিনটি পরিবর্তন করে মাঠে নেমেছিল ভারত। যারা এই ম্য্যাচে হেরেছে পাঁচ উইকেটে। মোক্ষম সময়ে ক্যাচ পড়া ও বোলিং ব্যর্থতার চড়া মাশুল দিতে হয়েছে রোহিত শর্মাদের। ম্যাচের পর নিজের ইউটিউব চানেলে শোয়েব (Pakistani Former Cricketer Shoaib Akhtar) বলেন, ভারতকে আগে ঠিক করতে হবে তারা কাদের খেলাবে। কাদের দলের ভবিষ্যৎ বলে সংরক্ষণ করবে। পাকিস্তানের বিরুদ্ধে রবিবারের ম্যাচের দল দেখেও বিরক্ত রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। তিনি বলেছেন, এত বিভ্রান্তির কারণ বুঝতে পারছেন না। শোয়েব বলেন, ‘‘ভারতকে আগে তাদের প্রথম একাদশ ঠিক করতে হবে। বুঝতে হবে কারা দলের ভবিষ্যৎ। সেটা ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, দীপক হুডা, রবি বিষ্ণোই, যে কেউ হতে পারে।” এরপরই চেতন শর্মা অ্যান্ড কোম্পানির উদ্দেশে তিনি বলেন, ‘‘আগে সেরা এগারোজনকে বেছে নিন। নাহলে বিভ্রান্তি হচ্ছে। এই বিভ্রান্তির কোনও দরকার আছে বলে আমি মনে করি না।”
আরও পড়ুন: রাজস্থানের জয়ে ডুরান্ড শেষ মোহনবাগানের