পাঠক্রমে নীতিশিক্ষা চান মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : চিন্তানায়ক স্বামী বিবেকানন্দের দেখানো পথ অনুসরণ করে কলেজে নীতিশিক্ষার (Ethics) ক্লাস চালু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার শিক্ষকদিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে স্কুলের সিলেবাসে নীতিশিক্ষার (Ethics) পাঠ বাধ্যতামূলক করার জন্য সিলেবাস কমিটিকে নির্দেশ দিয়েছেন তিনি (Mamata Banerjee)। সেজন্য পাঠ্যক্রমে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দিয়েছেন। এদিনের অনুষ্ঠানে লোভ সংবরণ ও নৈতিক চরিত্র গঠনের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি কত টাকার মালিক হলাম এটা আমার পরিচয় নয়। পয়সা আজ আছে কাল নেই, ফুরিয়ে যাবে। শিক্ষাজগতের কাছে আজকের দিনে একটাই অনুরোধ করব। স্বামী বিবেকানন্দ বলেছিলেন। কিন্তু আজ পর্যন্ত আমরা সেটা করে উঠতে পারিনি। আমি শিক্ষকদের বলব একটা করে ক্লাস নিন নৈতিক চরিত্র গঠনের ওপরে। সিলেবাস এর ওপরে থাকা উচিত।’’ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বললেই তো আর চালু করা যায় না। সিলেবাস তৈরি করতে হবে। আর সিলেবাস তৈরি খুব কঠিন কাজ। এই কাজের ভার তাঁদেরই দেওয়া উচিত যাঁরা সারাটা জীবন এই কাজের জন্য জীবন উৎসর্গ করেছেন।’’

আরও পড়ুন: রাজনীতির ঊর্ধে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক, বললেন শেখ হাসিনা

Latest article