সংবাদদাতা, জলপাইগুড়ি : রাত থেকে টানা বৃষ্টি ভুটান পাহাড় ও ডুয়ার্সে। যার ফলে জল বাড়ল ডুয়ার্সের একাধিক নদীতে। ডুডুয়া, জলঢাকা, কালুয়া, আংরাভাসা নদীতে দেখা দিয়েছে জলস্ফীতি। আংরাভাসা নদীর জল বেড়ে ঢুকে পড়েছে গ্রামে। বানারহাট ব্লকের গয়েরকাটা জ্যোতির্ময় কলোনি, কোঙ্গারনগর কলোনি, বিবেকানন্দপল্লি জলমগ্ন হয়ে পড়েছে নদীর জল ঢুকে। ধূপগুড়ি-সহ ডুয়ার্সে বৃষ্টি একটু কমলেও ভুটান পাহাড়ে বৃষ্টি চলছে, ফলে জল বাড়ছে সমস্ত নদীর।
আরও পড়ুন-নেই বিজেপি, দুর্গতদের ত্রাণ দিল তৃণমূল
সোমবার গভীর রাত থেকেই জল ঢুকতে শুরু করে বিভিন্ন গ্রামে। আংরাভাসা নদী-ঘেঁষা বাড়িগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, ভুটান পাহাড়ে অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হওয়ায় সেই বৃষ্টির জল হাতিনালা হয়ে আংরাভাসা নদীতে এসে পড়েছে, যার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই সকাল থেকে ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরি। প্রশাসনের পক্ষ থেকে ওই সমস্ত এলাকায় মাইকিং করে সেখানকার বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।