নেই বিজেপি, দুর্গতদের ত্রাণ দিল তৃণমূল

মুকুন্দটোলার বিস্তীর্ণ এলাকায় চারদিকেই জল। মঙ্গলবার এলাকা পরিদর্শনে যান বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার ও সদর মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো

Must read

সংবাদদাতা, মালদহ : জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। ভাঙন রোধে কেন্দ্রীয় সরকারের অসহোগিতা। দুর্গত এলাকায় দেখা নেই পদ্ম-কর্মীদেরও। সেখানে দুর্যোগ উপেক্ষা করেই জলমগ্ন এলাকায় দুর্গতের কাছে ত্রাণ পৌঁছে গেল রাজ্য সরকারের উদ্যোগে। মুকুন্দটোলার বিস্তীর্ণ এলাকায় চারদিকেই জল। মঙ্গলবার এলাকা পরিদর্শনে যান বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার ও সদর মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। দুর্গতদের নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হয় তাঁদের উদ্যোগে।

আরও পড়ুন-বাঙুর ও শিলিগুড়ি হাসপাতাল প্রথম

হাত ত্রাণ পেয়ে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। প্রত্যেকেই বলেন, মিথ্যা প্রস্তুতি দিয়ে ভোট আদায় করলেও বিপদে দেখা মেলে না বিজেপির। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন মানিকচকের ভুতনির গদাই চরের বাসিন্দারা। গঙ্গার প্রবল জলস্রোতে প্লাবিত হয়েছে মানিকচকের জোতপাট্টা, রামনগর, শিবেনটোলা-সহ বিভিন্ন এলাকা। বন্যাদুর্গত এলাকায় টিনের ছোট ছোট নৌকায় এখন যাতায়েতের একমাত্র ভরসা। আর এই টিনের নৌকায় চেপে বিপজ্জনকভাবে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। মহানন্দটোলার সম্বলপুর, কোতুয়ালি, জিয়ারামটোলা, বঙ্কুটোলা, বোধনটোলা-সহ ১০টি গ্রামও এখন জলের তলায়৷ শুধু কৃষিজমি কিংবা পাড়া নয়, জল ঢুকতে শুরু করেছে অনেক বাড়িতেও৷ মহানন্দটোলা পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা সাহা জানিয়েছেন, দ্রুত বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।

Latest article