প্রতিবেদন : বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হলেই পরিস্থিতির পরিবর্তন হবে। দাবি করলেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতীশ কুমার। বিরোধী নেতাদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি দিল্লি সফরে চড়া সুরে বিজেপি বিরোধিতা শোনা যাচ্ছে নীতীশের মুখে। সোমবার তিনি দেখা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে। মঙ্গলবার তিনি প্রথমে বৈঠক করেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির সঙ্গে। এরপর নীতীশ যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে।
আরও পড়ুন-উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ
নীতীশের এই দিল্লি সফর রাজনৈতিক মহলের কাছে বিশেষ কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। প্রসঙ্গত, দিনকয়েক আগে বিহারে এসে নীতীশের সঙ্গে দেখা করেছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। মঙ্গলবার নীতীশ বলেন, গণতন্ত্রের উপর যে ধরনের আক্রমণ চলছে তা বন্ধ করতে সকলের একত্রিত হওয়া প্রয়োজন। দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ও বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চলছে। বিরোধী দলের কণ্ঠরোধ করতে আগ্রাসী হয়ে উঠেছে কেন্দ্র। এই পরিস্থিতির বদল করতে হলে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলিকে এক হতে হবে।
আরও পড়ুন-মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের আতঙ্কে ফেলে দিল্লিতে ফিরল ভিস্তারা
নীতীশ বলেন, আমি কখনওই প্রধানমন্ত্রী পদের দাবিদারও নই। প্রধানমন্ত্রী পদ প্রার্থীর বিষয়টি বিরোধী দলগুলির মধ্যে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। আমরা একটা বিষয়ে একমত যে, বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হওয়াই চলতি পরিস্থিতি পরিবর্তনের একমাত্র উপায়। সিপিআইয়ের সদর দফতরে গিয়ে দলের সাধারণ সম্পাদক ডি রাজার সঙ্গেও এদিন বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী।