উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। সেই কারণেই নবনির্বাচিত উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদরা।

Must read

নয়াদিল্লি : মঙ্গলবার দিল্লিতে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করলেন তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের প্রতিনিধিরা। দুপুর আড়াইটে নাগাদ তৃণমূলের চারজন সাংসদ পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন দলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়, দোলা সেন, ডাঃ শান্তনু সেন এবং সুস্মিতা দেব।

আরও পড়ুন-মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের আতঙ্কে ফেলে দিল্লিতে ফিরল ভিস্তারা

উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। সেই কারণেই নবনির্বাচিত উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদরা। এদিনের সাক্ষাৎপর্ব নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, উপরাষ্ট্রপতি হওয়ায় তিনি রাজ্যসভার চেয়ারম্যান। সেইজন্য আমরা চারজন সাংসদ নবনির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করলাম। বিশেষ কোনও আলোচনা হয়নি। পুরো কথোপকথনই হয়েছে অরাজনৈতিক। তিনি আমাদের সহযোগিতা চেয়েছেন সভা পরিচালনা করার ক্ষেত্রে। আমরাও বলেছি বিরোধীরা যেন তাঁদের বক্তব্য রাখতে পারেন সেই সুযোগ দিতে হবে। সাংসদদের কাছে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খবরাখবর নেন ধনকড়। বলেন, বাংলা সবসময় আমার পছন্দের জায়গা।

Latest article