প্রতিবেদন : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Former US President Donald Trump) পাম বিচের বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন দেশের পারমাণবিক শক্তির বিবরণের নথিপত্র পাওয়া গিয়েছে। উদ্ধার করা নথিপত্র এতটাই গোপনীয় যে প্রেসিডেন্ট এবং ক্যাবিনেট সদস্য ছাড়া আর কারও দেখার অনুমতি নেই। একটি মার্কিন রিপোর্টে এই বিস্ফোরক দাবি করা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, কিছুদিন আগে ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালিয়ে এই গোপনীয় নথি উদ্ধার করেছে এফবিআই। অন্য দেশের পারমাণবিক শক্তির বিবরণ কেন একজন মার্কিন নাগরিকের বাসভবনে রাখা হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: মোদির ভারত-অর্থনীতি: স্বপ্নের বুদ্বুদ না দুঃস্বপ্নের আঁধার
ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের (Former US President Donald Trump) বাড়িটি নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য ক্লাব হিসাবেও ব্যবহার হয়। দেশের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর নথিপত্র কীভাবে সেই বাড়িতে রাখা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, ক্ষমতা হারিয়ে প্রেসিডেন্ট ভবন থেকে বিদায় নেওয়ার সময় বেশ কিছু নথিপত্র নিজের কাছে রেখে দিয়েছিলেন ট্রাম্প। বারবার বলার পরে ট্রাম্প জানিয়েছিলেন, তাঁর কাছে কোনও গুরুত্বপূর্ণ নথি নেই। কিন্তু সন্দেহ থাকায় গত ৮ অগাস্ট ট্রাম্পের বাড়িতে হানা দেয় এফবিআই। তবে ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধার হওয়া পারমাণবিক অস্ত্রের নথিপত্র আসলে কোন দেশের, তা জানায়নি এফবিআই। বাড়ির কোন জায়গা থেকে কীভাবে ওই নথিপত্র পাওয়া গিয়েছে, তাও জানায়নি। যেহেতু ট্রাম্পের বাড়িটি ক্লাব হিসাবেও ব্যবহার হয়, তাই ওই নথিপত্রগুলি আদৌ গোপনভাবে রাখা ছিল কি না তা নিয়ে সংশয় রয়েছে। উদ্ধার হওয়া নথিপত্র খতিয়ে দেখার জন্য মার্কিন ক্যাবিনেটের থেকে বিশেষ অনুমতি নিতে হচ্ছে এফবিআইকে।