প্রতিবেদন : হুবহু উত্তরপ্রদেশের ঘটনার পুনরাবৃত্তি। গণেশ চতুর্থী উপলক্ষে উত্তরপ্রদেশে হনুমান সেজে যাত্রা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন এক অভিনেতা। এবার জম্মুতে পার্বতীর সাজে নাচতে নাচতে মৃত্যু হল নৃত্যশিল্পীর।
আরও পড়ুন-লালুকে সাজা দেওয়া বিচারক বিয়ে করলেন বিজেপি নেত্রীকে
গণেশ উৎসব উপলক্ষে জম্মুর বিষ্ণোই এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেবী পার্বতীর সাজে মঞ্চে নৃত্য পরিবেশন করছিলেন শিল্পী যোগেশ গুপ্তা। নাচতে নাচতে হঠাৎই তিনি মঞ্চের উপর পড়ে যান। তবে শিল্পী পড়ে গেলেও দর্শকরা বিষয়টি বুঝতে পারেননি। বরং তাঁরা হাততালি দিয়ে শিল্পীকে অভিনন্দন জানান। তবে সহশিল্পীরা বাজনা বাজাতে থাকলেও যোগেশ সাড়া দিচ্ছিলেন না। সে সময় শিবের সাজে সজ্জিত হয়ে মঞ্চে এসে অপর এক শিল্পী দেখেন, যোগেশ অচৈতন্য হয়ে গেছেন। এরপর তিনিই চিৎকার করে ওঠেন।
আরও পড়ুন-অমানবিক বিজেপি সরকার, বন্ধ করল ১০২ বছরের বৃদ্ধের পেনশন
আয়োজকরা বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গেই দ্রুত যোগেশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা যোগেশকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েই যোগেশের মৃত্যু হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, বেশ কয়েক মিনিট যোগেশ মঞ্চে অচৈতন্য অবস্থায় পড়ে থাকলেও দর্শক থেকে আয়োজকরা কেউ কিছু বুঝতে পারলেন না কেন?