অমানবিক বিজেপি সরকার, বন্ধ করল ১০২ বছরের বৃদ্ধের পেনশন

বয়স ১০২। দিব্যি হেঁটেচলে বেড়াচ্ছেন তিনি। কিন্তু সরকারি খাতায় তিনি মৃত। তাই বন্ধ করা দেওয়া হয়েছে তাঁর বার্ধক্যভাতা।

Must read

প্রতিবেদন : যত অমানবিক, বেআইনি কাজ সবই যেন হয় বিজেপি শাসিত রাজ্যগুলিতে। উত্তরপ্রদেশের পর এবার বিজেপি শাসিত হরিয়ানায় এক শতায়ু বৃদ্ধের পেনশন বা বার্ধক্যভাতা আটকে দেওয়া হল। হরিয়ানার রোহতক জেলার বাসিন্দা দুলি চাঁদ। বয়স ১০২। দিব্যি হেঁটেচলে বেড়াচ্ছেন তিনি। কিন্তু সরকারি খাতায় তিনি মৃত। তাই বন্ধ করা দেওয়া হয়েছে তাঁর বার্ধক্যভাতা।

আরও পড়ুন-এশিয়া কাপে পরীক্ষা? তোপ বেঙ্গসরকরের

পেনশন বন্ধ করে দেওয়ার রাজ্য সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নামলেন এই শতায়ু বৃদ্ধ। তাঁর দাবির সমর্থনে শহরে একটি মিছিল করেন দুলি চাঁদ। তিনি বলেন, আমি শেষবার পেনশন পেয়েছি মার্চ মাসে। এর পরে, আমার পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ সরকারি নথিতে আমাকে মৃত বলে দেখানো হয়েছে। তারপর থেকে বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করছি যে আমি এখনও বেঁচে আছি, কিন্তু সব চেষ্টাই বৃথা গিয়েছে। বৃদ্ধের নাতি বলেছেন, যে তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রীর অভিযোগ নিষ্পত্তি এবং পর্যবেক্ষণ বিভাগের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি।

Latest article