এশিয়া কাপে পরীক্ষা? তোপ বেঙ্গসরকরের

গতকালই সুনীল গাভাসকর জানিয়েছিলেন, দল নিয়ে অহেতুক পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই এশিয়া কাপে ভারতীয় দলের ভরাডুবি হয়েছে

Must read

মুম্বই, ৮ সেপ্টেম্বর : গতকালই সুনীল গাভাসকর জানিয়েছিলেন, দল নিয়ে অহেতুক পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই এশিয়া কাপে ভারতীয় দলের ভরাডুবি হয়েছে। এবার একই বিষয়ে মুখ খুললেন আরেক প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর। তাঁর সাফ কথা, এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট কখনও পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ হতে পারে না।

আরও পড়ুন-পুজো অনুদান বরাদ্দে বিজ্ঞপ্তি

বেঙ্গসরকারের বক্তব্য, ‘‘বুঝতে পারছি, টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিজেদের সেরা একাদশ বেছে নিতে মরিয়া। তাই প্রত্যেক ক্রিকেটারকেই সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু এশিয়া কাপও অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এটা পরীক্ষা করার জায়গা নয়। সবথেকে বড় কথা, এই টুর্নামেন্ট জিততে পারলে বিশ্বকাপের আগে দলের আত্মবিশ্বাসও বাড়ত। ব্যক্তিগতভাবে মনে করি, পরীক্ষা-নিরীক্ষা না করে উইনিং কম্বিনেশন ধরে রাখাটা বেশি জরুরি।’’ বেঙ্গসরকর আরও যোগ করেছেন, ‘‘দ্বিপাক্ষিক সিরিজে দল নিয়ে পরীক্ষা করা যেতেই পারে। কিন্তু এশিয়া কাপ বা বিশ্বকাপের গুরুত্বই আলাদা। এখানে জয়টাই শেষ কথা।’’

Latest article